ঐতিহ্যবাহী ফতেয়াবাদ জমে উঠেছে কোরবানির পশুর হাট

0
94

মো:তাজউদ্দীন,নিউজচিটাগাং২৪.কম।f...
পবিএ ঈদুল আজাহার আর মাএ চার দিন বাকি । এরি মধ্যে আসন্ন ঈদুল আজাহাকে সামনে রেখে চট্রগ্রামের ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট ফতেয়াবাদ জমে উঠেছে। ফতেয়াবাদ-চৌধিরহাট সবখানে জমে উঠেছে পশুর হাট । পশুর হাট গুলোতে কৃষক-গৃহস্থ ও সাধরণ ব্যবসায়ি ও দেশি বিদেশি ভারত, নেপাল ও বারমা সহ বাংলাদেশের প্রত্যান্ত অঞল থেকে আসা গরু-ছাগলে জমে উঠে কোরবানির পশুর হাট ।ভারত ও নেপালি গরুর দাপটে দেশীয় গরু খুজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে ।আর এর কারনে পশুর হাটে চাহিদার তুলানায় সব ধরনের গরুর দাম খুবই কম বলে জানান কৃষক-গৃহস্ত ও সাধারন পশু ব্যবসায়িরা । তারা নিদিস্ট দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে ব্যবসায়িরা ।

বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতারা এখনও পর্যন্ত দামদর যাচাই করে চলছেন । শুএবার ফতেয়াবাদ স্টেশনরোড এ গরু কিনতে আসা সামশুর রহমান বলেন ”বাজার ঘুরে ভালো দেশি গরু খুজছি দাম দর যাচাই করছি । শেষ মুর্হতে একটি ভালো দেশি গরু কিনব বলে সিন্বান্ত নিয়েছি ”। এই দিকে গরু বিক্রেতা আবদুল গফুর বলেন ”ক্রেতারা তাদের সাথে দাম নিয়ে বেশি কশাকশি করছে । এইবার হাটে প্রচুর গরু ও ছাগল আমদানিতে দাম নিয়ে হতাশ হয়ে পড়েছি ”।গরুর হাটের পাশাপাশি ছাগল এর বাজার ও জমে উঠেছে ।একটি বড় ছাগল এর দাম চাওয়া হয়েছে ৮০ হাজার টাকা । কৃষক-গৃহস্ত ও ব্যবসায়িরা মনে করেন দাম কমতে থাকলে বড় ধরনের লোকশানের আশঙ্কা করছেন তারা ।