ওসির অপসারনে চেয়ে হাটহাজারী আওয়ালীগের অবরোধ

0
79

oc hat mosহাটহাজারী থানার ওসির অপসারনের দাবিতে রাজপথ অবরোধ করেছে হাটহাজারী আওয়ালীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১৮ আগষ্ট) রাত ১০টায় হাটহাজারী বাসষ্টেশনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম.এ.সালামের আশ্বাসের প্রেক্ষিতে ক্ষুদ্ধ নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। রাত নয়টা থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সূত্র জানায়,হাটহাজারী মডেল থানার ওসি এ.কে.এম.লিয়াকত আলীর বিভিন্ন অপকর্মের প্রতিবাদে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী বিকেল থেকে পৌরসদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। সর্বশেষ রাত নয়টায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের হাটহাজারী বাসষ্টেশন এলাকায় অবস্থান নেয় ক্ষুদ্ধ কর্মীরা। সেখানে অবস্থান নিয়ে তারা ওসির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। রাত ১০টায় ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা শেষে ফিরছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম.এ.সালাম। ক্ষুদ্ধ নেতাকর্মীদের অবস্থান দেখে নেতৃবৃন্দ গাড়ী থেকে নেমে পড়েন। এ সময় নেতাকর্মীরা ওসির বিরুদ্ধে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। নেতাকর্মীদের উদ্যেশে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি সমবেতদের উদ্দেশ্যে বলেন, এ ব্যাপারে আমি অবগত আছি। সালামসহ আলোচনা করে অতি সত্ত্বর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সন্ধ্যায় উর্ধ্বতন মহলের সাথে ওসির ব্যাপারে কথা হয়েছে বলে নেতাকর্মীদের আশ্বস্থ্য করেছেন। ২/১ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে ঘোষনা দেন এবং তাদেরকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আশ্বাসের প্রেক্ষিতে ক্ষুদ্ধ নেতাকর্মীরা অবরোধ তুলে নেন। সব শেষে থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন নোমান তার বক্কব্যে বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ওসির অপসারন না হয় তবে কঠোর আন্দোলন কর্মসূচী দেওয়া হবে।