ওয়াগ্‌গা বেইলি ব্রিজ নির্মাণে সম্ভুক গতি

0
111

দীর্ঘ ৬ মাস পর কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা বেইলি ব্রিজ নির্মাণ কাজ শুরু হলেও কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর বেইলি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ওয়ার্ক অর্ডার অনুযায়ী ২৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু ইতোমধ্যে প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও ব্রিজ নির্মাণ কাজ এখনো অর্ধেক সম্পন্ন হয়নি। গতকাল সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে কয়েকজন শ্রমিক ওয়াগ্‌গা খালের উপর বেইলি ব্রিজ নির্মাণ কাজ করছেন। একজন শ্রমিক বলেন, ইতোমধ্যে ব্রিজের ৩০ থেকে ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। পুরো কাজ শেষ হতে আরো এক মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e2%80%8c%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9cচট্টগ্রামের ঠিকাদার মোঃ ইব্রাহিম ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন বলে জানা গেছে। তবে ঠিকাদার কাজের গোড়ায় আসেন না বলে স্থানীয়রা অভিযোগ করেন। ঠিকাদারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন মোঃ জাকের হোসেন। তিনি বলেন, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমাদের প্রতি তাগিদ রয়েছে। আমরা যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সেটি বিবেচনায় রেখে কাজ করে যাচ্ছি। ২০ জন শ্রমিক বেইলি ব্রিজ নির্মাণে নিয়মিত কাজ করছেন বলেও জানান তিনি। সূত্র জানায় এখানে আগে একটি বেইলি ব্রিজ ছিল। গত ১৪ এপ্রিল ভারী ক্রেন পারাপারের সময় ব্রিজটি ধসে পড়ে। ব্রিজ ধসে পড়ায় কাপ্তাইয়ের সাথে রাঙামাটি, বান্দরবান ও রাজস্থলী উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। ব্রিজ না থাকায় দীর্ঘ প্রায় ৭ মাস মানুষের প্রয়োজনীয় কাজকর্ম থমকে যায়। অবশেষে সড়ক ও জনপথ বিভাগ ওয়াগ্‌গা বেইলী ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়। ব্রিজ নির্মাণে ৩৫ লাখ টাকা খরচ হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় অটো রিক্সা চালক বাবলু হোসেন বলেন, দীর্ঘ ৭ মাস মানুষকে সীমাহীন কষ্ট দিয়ে অবেশেষে ওয়াগ্‌গা বেইলি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। সামরিক বেসামরিক সকল পর্যায়ের লোকজন যাতায়াতে এই ব্রিজ ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দ্রুতত