ওয়াটার ড্রপ নচের ফোন আনছে স্যামসাং

0
102

সপ্তাহ খানেক থেকেই স্যামসাংয়ের গ্যালাক্সি এম২০ সম্পর্কে কথা শোনা যাচ্ছে।এন্ট্রি লেবেল স্মার্টফোন হিসেবে এটি দিয়ে চমক দিতে চায় স্যামসাং। এবার রেকর্ড গড়া এম সিরিজের নতুন ফোনটিতে স্যামসাং ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দিচ্ছে।৯১ মোবাইলসে প্রকাশ একটি ছবিতে তেমনটাই দেখা গেছে। সেখানে ফোনটির সামনের প্যানেলের প্রকৃত একটি ছবি উঠে এসেছে। ডিভাইসের ডিসপ্লের উপরের দিকে ওয়াটারড্রপ নচ আছে। তবে ফ্রেমটি খুবই ছোট আকৃতির। বলা হচ্ছে , সাম্প্রতিক সময়ে আনা চায়নিজ কিছু ফোনের মতোই দেখতে এটি ।কয়েক সপ্তাহ আগে একটি প্রেজেন্টেশনে স্যামসাং দেখিয়েছে, তাদের ফোনের নচের ধরন অনেকটা ও শেফড, ভি ও ইউ আকৃতির। ছবি দেখে ধারণা করা হচ্ছে, এমন নচ রয়েছে ভিভো, অপ্পো এবং হুয়াওয়ের ফোনগুলোতে।গ্যালাক্সি এম২০ ডিভাইসে থাকতে পারে এক্সনস ৭৮৮৫ চিপসেট, তিন জিবি র‍্যাম এবং ৩২ বা ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। আনটুটু বেঞ্চে ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ফোনটিতে থাকতে পারে এইচডি রেজুল্যেশনের ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও হবে ১৯:৫:৯।