ওয়াশিংটন প্রাইমারিতে ট্র্যাম্প জয়ী

0
57

ট্র্যাম্পওয়াশিংটন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ‘সম্ভাব্য প্রার্থী’ ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের এ জয়ের মাধ্যমে মনোনয়ন পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন এই ধনকুবের।

ওয়াশিংটনের পররাষ্ট্র দফতর জানায়, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নিউইয়র্কের রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্প মোট ৭৬ শতাংশ ভোট পেয়েছেন।

মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়, ওয়াশিংটন অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে তিনি ৪০ ডেলিগেট অর্জন করেন। ফলে তার সংগৃহিত ডেলিগেটের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২৯ এ। যেখানে দলের মনোনয়নের জন্য মোট এক হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থন প্রয়োজন। অর্থাৎ মাত্র ৮ ডেলিগেটের সমর্থন থেকে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।

ট্রাম্পকে রিপাবলিকান ‘সম্ভাব্য প্রার্থী’ হিসেবে ধারণা করা হলেও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি। আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়া ও অন্যান্য চার অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের সর্বশেষ প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেদিনই চূড়ান্ত হয়ে যেতে পারে আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী।