ওয়াসার পাইপ ফেটে পলাশীতে পানি

0
73

ঢাকা রাত দেড়টা। রাজধানীর পলাশী বাজারের সামনের পথ ভেসে আছে পানিতে। স্থানীয়রা জানালেন রাত ১ টা থেকে ওয়াসার পাইপ ফেটে এমন অবস্থার তৈরি হয়েছে। তখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

পলাশীর মোড়েই একটি গর্ত থেকে পানি ওঠে আসছিল। ফুটপাথের দোকানগুলো রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পানির জন্য।

ডিম বিক্রেতা রফিক বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১টার দিকেও একইভাবে পানি উপচে বের হতে থাকে। এখনতো প্রায় পুরো পথই তলিয়ে গেছে।

চায়ের দোকানদার আলমগীর বলেন, কিছুদিন ধরে ওয়াসার কাজ চলছিলো। রাস্তা খোঁড়া হচ্ছিলো। আমরা শুনেছি তাদের কাছেই নাকি নির্দিষ্ট কোনো নকশা নেই রাস্তার। ফলে অপরিকল্পিতভাবে রাস্তা খুঁড়তে যেয়ে এই অবস্থা তৈরি হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে সরজমিন দেখা যায়, পলাশী থেকে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার পথে বাজারের সামনের পুরো এলাকাই প্রায় পানিতে ভেসে গেছে।

স্থানীয়দের অভিযোগ প্রায় পৌনে এক ঘণ্টায় কয়েক হাজার লিটার পানি নষ্ট হয়েছে। এখন পর্যন্ত দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

চা বিক্রেতা মানিক বলেন, এভাবে চলতে থাকলে আগামী কয়েকদিন পানির সংকটও তৈরি হতে পারে।

অবশ্য রাত আড়াইটার দিকে স্থানীর ওয়ার্ড কাউন্সিলর মানিক ঘটনাস্থলে এসে খোঁজ নিয়ে গেছেন বলেও জানান এলাকাবাসী।