কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে জোট করেনি

0
154

কংগ্রেস বিজেপির সুবিধা করে দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার পাল্টা বুধবার সেই রায়গঞ্জেই এক জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মমতাকে আক্রমণ করে বলেছেন, কংগ্রেস কখনোই বিজেপির সঙ্গে জোট করেনি। কিন্তু মমতাজি বিজেপির সঙ্গে জোট করেছেন। হঠাৎই গত মঙ্গলবার রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় বিজেপি বিরোধিতায় কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেছেন, তুমি (কংগ্রেস) লড়াইটা ভালভাবে করলে বিজেপি এই প্রশ্রয় পেতো না। তবে এদিন রায়গঞ্জে কেন্দ্রে কুমারদিঘীতে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে আযোজিত জনসভায় রাহুল গান্ধী বলেছেন, ৭০ বছরে কংগ্রেস কখনও বিজেপির সঙ্গে কোথাও জোট করেছে? কিন্তু মমতাজি করেছেন। তিনি আরও বলেছেন, মমতাজি বলছেন, কংগ্রেস নাকি বিজেপির বিরুদ্ধে লড়ছে না। তাহলে চৌকিদারকে চোর বলল কে? রাফায়েল ইস্যু সামনে আনল কে? রায়গঞ্জ থেকে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবার তিনি সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের কাছে হেরে গেলেও এর আগে পরপর দুবার তিনি এই আসন থেকে জয়ী হয়েছিলেন। এদিন কংগ্রেস সভাপতি রায়গঞ্জে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, রায়গঞ্জে এইমস তৈরি করার সবরকম প্রচেষ্টা হবে।