কওমী মাদ্রাসায় সনদ দেওয়া মানে অস্ত্রের লাইসেন্স তুলে দেয়া

0
87

লালদীঘি ময়দানে সুন্নি মহাসমাবেশে আলেম-ওলামারা

হোসেন বাবলাঃ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সুরক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি, দেশে দেশে মুসলিম নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধ বন্ধের দাবি এবং ইসলামের সুফিবাদী শান্তির বাণী সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির উদ্যোগে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর হতে চট্টগ্রাম লালদীঘি মাঠে বিভাগীয় সুন্নি সমাবেশ অনুষ্ঠিতব্য
আলেম-ওলামারা বলেন,যেভাবে রোহিঙ্গা মুসলিমদের নৌকা ফেরত দিচ্ছেন ,তেমনি মাদকের আগ্রাসন খ্যাত ইয়াবা এই দেশ থেকে ফেরত নিন্ ॥ আর বর্তমান সরকার যদি কওমী মাদ্রাসায় সনদ তুলে দেন তবে তা হবে তাদের হাতে অস্ত্রের লাইসেন্স তুলে দেবার মতোই।এই দেশের৭১সালে যারা মজাহিদ বাহিনী গঠন কওে ছিলেন তারাই সন্ত্রাস-জঙ্গিবাদের মদদ দিয়ে স্বাধীণতা কে ভুলন্টিত করার গভীর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেন।
আরেক দিকে বিশ^ ইজতেমার নামে নবী রাসূলের(দঃ)প্রকৃত ইসলামকে অপমান বা কলঙ্গ দিচ্ছেন বলেও অভিযোগ করে। তারা আরো বলেন,১২রবিউল আউয়ালই নবী রাসূলের(দঃ)এর উপর মহান আল্লাহ প্রদত্ত ঈদে মিল্লাদুন্নী (দঃ) বিশে^ও শ্রেষ্ট মিলন উৎসব। এর চেয়ে বেশি কিছু নাই, তেতুল হুজর খ্যাত মাওঃ শফি মিথ্যা চার বক্তব্যের তীব্র প্রতিবাদও জানান। বক্তারা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তা করার জন্য বাংলাদেশ সহ বিশ^ মুসলিম দেশ প্রধানদের প্রতি অনুরোধ জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির কেন্দ্রিয় মহাসচিব মাওঃএম.এ মতিন,মাওঃ এম.এ মান্নান,কেন্দ্রিয় সদস্য-আব্দুস সামাদ,মিডিয়া ব্যক্তিত্ব এমএ.কাশেম ফজলুল হক ,সৈয়দ সাইফুদ্দিন মাইজ ভান্ডারী,মাওঃ মাঈনুদ্দিন আশ্রাফী,আবু রেজা ওমারউর রেজবী,এডঃ মোসাহেবউদ্দিন বখতিয়ার সহ জেলা,বিভাগ,উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে শীর্ষস্থানীয় বরেণ্য ইসলামী চিন্তাবিদ, উলামা মাশায়েখ, রাজনীতিবিদ, বিভিন্ন দরবার-খানকাহর সাজ্জাদানশীনসহ নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।