কক্সবাজারের ঈদগাঁহতে মাদক কারবারীসহ গ্রেপ্তার-৮

0
79

 সেলিম উদ্দীন,কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ ও ২১ সেপ্টেম্বর পৃথক সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে টু আইসি সনজিত চন্দ্র নাথ, এসআই কাজী আবুল বাসার, এএসআই বিলাস সরকার,এ এসআই মহি উদ্দীনসহ একদল ফোর্স তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল চৌফলদন্ডী নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে মোঃ সাদ্দাম, হেলাল উদ্দীন, মৃত আবদুল হাকিমের ছেলে মুবিনুল হক লিটন, মৃত হোসেন আলীর ছেলে নুরুল কবির, ইসলামপুরের পুর্ব নাপিত খালী গ্রামের হাজী নুরুল আলমের ছেলে শাহ বেলাল, ঈদগাঁহ দরগাহ পাড়া এলাকার মৃত এজাহার ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ইয়াছিন, ইসলামাবাদ পুর্ব গজালিয়া গ্রামের মৌলভী মোঃ আলীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল হিমু, ঈদগাঁহ শিয়া পাড়া এলাকার মোহছেন আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে জানিয়ে তিনি আরো বলেন, বৃহত্তর ঈদগাঁহকে সন্ত্রাস,চাঁদাবাজ, মাদক, ইভটিজিং চুরি -ডাকাতি, অপহরণ বন্ধে পুলিশ সার্বক্ষনিক সজাগ রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের দেখা মাত্র পুলিশকে খবর দেয়ার অনুরোধ জানান এ পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তারকৃত ৮ আসামীকে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়ছে।