কক্সবাজারে মাদক ব্যবসায়ী দম্পতি ৪ আটক

0
90

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার শহরের দু’নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া ঠুটিয়াপাড়া (শিল্প এলাকা) থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে জনপ্রতিনিধিরা।
তারা হলো ওই এলাকার বাসিন্দা মোঃ জামাল প্রকাশ বাইট্টাইয়া (৫০), তার স্ত্রী নুর জাহান (৪৫)।
মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের বাড়ি থেকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অপারেশন অফিসার মোঃ ইয়াসিনের নেতৃত্বে দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।
মাদকবিরোধী এই অভিযানে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করে।
মাদক ব্যবসায়ী দম্পতি আটক করায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
সদর মডেল থানা পুলিশের অপারেশন অফিসার মোঃ ইয়াসিন জানান, জামাল প্রকাশ বাইট্টাইয়া ও তার স্ত্রী নুর জাহান চিহ্নিত মাদক কারবারি। তাদের কারণে পুরো এলাকায় অনেক যুবক-যুবতী মাদকাসক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মাদক দম্পতিকে প্রশাসন খোঁজছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোঃ ইয়াসিন।

উখিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২


উখিয়া প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার ওয়ালাপালং এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫শ ৪০পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব- ১৫।
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ লক্ষ ৭০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছেন।
আটককৃত ব্যক্তি হলেন আবদুস শুক্কুর (২৫)। টেকনাফ উপজেলা হোয়াইক্যং লম্বাবিল গ্রামের কালা পুতুর ছেলে।
কক্সবাজার-টেকনাফ সড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে উখিয়া বাজারের দিক হতে আসা একজন সন্দেহমূলক ব্যক্তিকে থামাতে বলে। ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা কালে ইয়াবা সহ আটক করেন। মঙ্গলবার দুপুরে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রূজু করা হয়েছে।
অপর দিকে একইদিন রাত এগারোটার দিকে উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে এক হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ লক্ষ ৬২ হাজার টাকা। আটককৃত ব্যক্তি হলেন সৈয়দ আলম (৩৫)। সে উখিয়া উপজেলা পশ্চিম সিকদার বিল গ্রামের মৃত নাজির আহমেদ ছেলে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।