কথাসাহিত্যিক রফিক আনোয়ার এর স্মরণ সভা

0
85

২৩ ডিসেম্বর শনিবার বিকাল চারটায় সুপ্রভাত স্টুডিও হলে কথাসাহিত্যিক রফিক আনোয়ার এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় পেন বাংলাদেশের আয়োজনে। অনুষ্ঠানের শুরুতেই খ্যাতিমান এ কথাসাহিত্যিকের জীবনী থেকে পাঠ করেন আরমানউজ্জামান। পেন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আর্ন্তজাতিক এ সংগঠনের সাধারণ সম্পাদক ও গল্পকার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন। প্রাবন্ধিক মুহাম্মদ নিযামুদ্দিন এর সঞ্চালনায় রফিক আনোয়ার এর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেনÑ খুরশিদ আনোয়ার, আনোয়ারা আলম, শাহ আলম নিপু, মুহাম্মদ নাসির উদ্দিন, জসীম মেহবুব, নজরুল জাহান, আইউব সৈয়দ, আলী মনসুর, রমজান আলী মামুন, বিশ্বজিৎ সেন, নূরুল আবচার, তৌফিকুল ইসলাম চৌধুরী, ইলিয়াস বাবর ও রফিক আনোয়ার এর সন্তান গালিব আনোয়ার। বক্তারা স্মৃতিচারণে রফিক আনোয়ার এর প্রকাশিত উনত্রিশটি গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। রফিক আনোয়ার সাহিত্যকর্ম চর্চা ও দর্শন অনুসরনের মধ্য দিয়ে নিরেট সাহিত্য সৃষ্টির পথে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন বক্তারা।