কথা ছিলো ফুটপাত বিকেল ৫টা পর্যন্ত পথচারীদের জন্য মুক্ত থাকবে

0
555

প্রফেসর এলেক্স আলীমের ওয়াল থেকে: চট্টগ্রাম বিপনী বিতান মোড়।সময় বেলা ১১টা। এমনটি হওয়ার কথা ছিলো না। কথা ছিলো ফুটপাত বিকেল ৫টা পর্যন্ত পথচারীদের জন্য মুক্ত থাকবে। কোন হকার বসবে না।হকাদের কোন চকি বা অন্য কোন স্থাপনা এভাবে থাকবে না।
তিন বছর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোবাইল কোর্ট একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করেছিলো।কিন্তু সময়ের ব্যবধানে সেই পরিবেশ হারাতে বসেছি।নিয়ম না মানার সংস্কৃতিটাই এখানে নিয়ম। যে যত বেশি নিয়ম ভাঙ্গে তার বুকের ছাতি ততটাই উঁচু।আমরা নিরীহ পাবলিক। মাঝে মাঝে এক আধটু আওয়াজ তুলি।
মোবাইল কোর্টের প্রতি সবিনয় নিবেদন একটু দেখুন প্লিজ। আর সাংবাদিক ভাই বোনেরা আপনারা বিষয়টি আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন। ভালো কোন কাজের জন্য সদিচ্ছাই যথেষ্ট। চাই হাটাচলার মুক্ত পরিবেশ।
(ছবিগুলো আমাকে জীবনের ঝুঁকি নিয়েই তুলতে হয়েছে।জীবনের বিনিময়ে দেশটি সুন্দর হোক এতেই আমি খুশি।)