কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লি: শতবর্ষে বর্ণিল আয়োজন শুক্র-শনিবার

0
95

 

বোয়ালখালী প্রতিনিধি:
অতীত ঐহিত্যর গৌরবে গর্বিত ও স্পন্দিত সমবায় জগতের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড শতবর্ষে পর্দাপণ করেছে। এ উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার (১৩-১৪ জানুয়ারি) দুইদিনব্যাপী সাজানো হয়েছে বর্ণিল আয়োজন।

কধুরখীল কো- অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি শিক্ষক মিলন কুমার চক্রবর্তী জানান, আয়োজনে রয়েছে শুক্রবার সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী, বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান, শতবর্ষ স্মারক উন্মোচন, স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার বিকাল ৩টায় সমিতির সদস্য-সদস্যাদের পুনর্মিলনী ও স্মতিচারণ অনুষ্ঠান, সমবায় সংগঠনকে সম্মাননা, প্রবীণ সমবায়ী সংবর্ধনা, পুরুস্কার বিতরণ ও সন্ধ্যা ৭টা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক সুকৃতি রঞ্জন চক্রবর্তী জানান, শুক্রবার বিকেলে স্মারক উন্মোচন, অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংসদ মঈন উদ্দিন খান বাদল। প্রধান বক্তা থাকবেন সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের যুগ্ম নিবন্ধক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ নিবন্ধক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ, বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী।

শনিবার বিকেলে স্মতিচারণ অনুষ্ঠান, সমবায় সংগঠনকে সম্মাননা, প্রবীণ সমবায়ী সংবর্ধনা, পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক, কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ ও সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী।

শতবর্ষ উদযাপনে সাজানো অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কধুরখীল কো- অপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক দীপক কুমার চৌধুরী।