কন্টেইনার জট দ্রুত নিরসন করা হোক

0
138

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমাসর্ এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান

চট্টগ্রাম বন্দরে ধারন ক্ষমতার বাইরে প্রায় ৪ হাজার কন্টেইনার জমে গেছে এমন একটি সমস্যা পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক ভাবে আমদানী পণ্যের চালান সময় মতো ডেলিভারী না হলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে এবং সেই সাথে পণ্য মূল্য বৃদ্ধি, দেশীয় শিল্প উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হলে রপ্তানির ক্ষেত্রেও এর মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে পোষাক শিল্পের শিপমেন্ট বিঘিœত হলে বিদেশী ক্রেতারা অর্ডার বাতিলও করতে পারে। এর ফলে রপ্তানীকারক পোষাক শিল্পের মালিকগণ ক্ষতিগ্রস্থ হবে।

অনতিবিলম্বে আমদানী পণ্যের কন্টেইনার জট দ্রুত ডেলিভারী এবং অফডকে রপ্তানীযোগ্য কন্টেইনার শিপমেন্ট স্বাভাবিক করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগনের সমন্বয়ে বিশেষভাবে ব্যবস্থা গ্রহনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে জোরদার করা প্রয়োজন।
তাহলেই ব্যবসা বাণিজ্যের সচল গতি ফিরে আসবে এবং অর্থনৈতিক কর্মকান্ড তরান্বিত হবে বলে মনে করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমাসর্ এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট জনাব খলিলুর রহমান।