কবির আহমদ সওদাগর আমৃত্যু সমাজের উন্নয়নে কাজ করে গেছেন

0
69

পটিয়ায় শোকসভায় ইউএনও আবদুল্লাহ আল মামুন

পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেছেন, আলহাজ্ব কবির আহমদ সওদাগর সর্বক্ষেত্রে সফল ও সার্থক একজন মানুষ ছিলেন। তিনি, আমৃত্যু সমাজের উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর মতো ন্যায় বিচারক, নির্লোভ, ধানবীর ও সমাজসেবক বর্তমান সমাজে বিরল। সমাজ উন্নয়নের পাশাপাশি শিক্ষা বিস্তারে অবধান রেখেছেন। যার ফলশ্রুতিতে পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি গড়ে তুলেছেন মাইফুলা কবির কারিগরী স্কুল এন্ড কলেজ, আবদুল খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসাসহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। কবির আহমদ সওদাগরের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তাঁরই উত্তরসূরী পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদসহ অন্যান্য সুযোগ্য সন্তানরা এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন। তিনি গতকাল সোমবার বিকেলে পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রয়াত সভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব কবির আহমদ সওদগারের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং পৌরমেয়র ও পৌরসভা আ’লীগের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদের স্বাগত বক্তব্যের পর এতে প্রধান আলোচক ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, কাউন্সিলর গোফরান রানা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ কাউসার, শেয়ানপাড়া আবদুল খালেক আমিরীয়া দাখিল মাদ্রাসার সুপার আহমদ হালিমী, মাইফুলা কবির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, প্রধান শিক্ষাকা শাহিনা ইয়াছমিন, আবদুল মালেক, গাজী মো. লোকমান, কাজী মো. মাওলানা সিরাজুল মোস্তফা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির জসিম উদ্দীন, কামাল উদ্দীন, মো. শাহজাহান, মো. নেছার, জয়নাব বেগম, আনোয়ার হোসেন, মো. ফারুক, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী শফিকুল আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি তারেকুর রহমান তারেক, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারী নয়ন শর্মা প্রমুখ।