করবস্থান রক্ষার দাবিতে কাপাসগোলাবাসীর মানববন্ধন

0
65


চট্টগ্রামের চকবাজারস্থ কাপাসগোলা জামতলা মসজিদ সংলগ্ন এলাকায় কাচ্ছি মেনন ট্রাস্টের কবরস্থানের জায়গা কতিপয় ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে দখল করে আছে। ভূমিদস্যুদের উক্ত দখলকৃত জায়গায় বর্তমানে বহুদল ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সায়েদ গোলাম হায়দার মিন্টুর নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এলাকাবাসী উক্ত কবরস্থান দখলমুক্ত করার জন্য গত ২০ জুলাই বাদ জুমা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। হাজী সেলিম রহমানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে কাউন্সিলর ছাড়াও বক্তব্য রাখেন আজিজুল হক মনজু, হাজী আবদুর রহমান, হাজী মনজুর আলম, অ্যাডভোকেট নোমান, মোঃ বখতিয়ার, আবদুল হামিদ, মোঃ আজিম, মেম্বার লেদু, মোহাম্মদ লেদ, আবু আহমদ, মোঃ ইব্রাহিম, হাজী লোকমান হাকিম, নুরুল হুদা বাচা, মোহাম্মদ আকতার, মোহাম্মদ শাহজাহান, মোঃ আবু তাহের, মোঃ মনসুর, মোঃ আইনুল, হাসান মঈনুদ্দিন, মোঃ রমজু মিয়া, মোঃ আজিজ, মোঃ বাদশা, মোঃ জাসেদ, মোঃ তারেক, মোঃ আনিস, মোঃ ফরিদ, মোঃ বিপ্লব, মোঃ নাদিম, মোঃ রাইসুল ইসলাম আকাশ, মোঃ আরিফ, মোঃ তানভির, আকিব, মাসুদ, সোহেল ইকবাল, মোঃ আলী, মোঃ তৈয়ব, প্রমুখ।
এছাড়া আজিজুল হক মনজু জুমার খুতবার আগে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে ভূমিদস্যুদের দ্বারা পবিত্র কবরস্থান দখল নিয়ে এক বক্তব্য রাখেন। এতে তিনি মুসল্লিদের মানববন্ধনে উপস্থিত থাকার জন্য বলেন। তিনি আরও বলেন কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে এলাকার অনেক মুসলিম ভাই শায়িত আছেন। এদের হেফাজত করা আমাদের ঈমানী দায়িত্ব। জুমার নামাজ শেষে এলাকাবাসীরা ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে মানবন্ধনে অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।