করোনা ভাইরাস থেকে জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ

0
45

মাইজভাণ্ডার দরবার শরিফের শাহজাদা হযরত শাহ্সুফি সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (ম.জি.আ) এর পক্ষে ফটিকছড়ি মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এবং বিভিন্ন করণীয় বর্জনীয় নিয়ে জনসাধারণের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ ২২ মার্চ দরবার শরিফে আয়োজিত মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি বিপদ থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর জিকির ও দরুদ শরিফ পাঠ করতে হবে। পাপের জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। এই বিপদে মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও আতংক সৃষ্টি নয়, সম্প্রীতিবোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানবতার ওপর নেমে আসা এই কঠিন বিপদে ধৈর্যধারণ এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখাই এই মুহূর্তে আমাদের করণীয়। ইসলামী নির্দেশনা মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদ দেন বক্তারা। মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইয়াকুব আলী বাদশা, মুহাম্মদ সুমন হোসেন, মুহাম্মদ ইকরাম, মুহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ আবু সালেহ, আশরাফ আলী ইমন, আলতাফ হোসেন, জাহেদুল ইসলাম ইমন প্রমুখ।