করোনা সতর্কতায় নির্বাচন স্থগিতের দাবি জানালেন মেয়রপ্রার্থী এম এ মতিন

0
42

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা এম এ মতিন বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করার দাবি জানালেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা এম এ মতিন। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার ৩নং পাঁচলাইশ ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে গনসংযোগকালে তিনি সিইসির কাছে এ দাবি জানান। তিনি বলেন- সরকার একদিকে গণবিজ্ঞপ্তি দিয়ে সভা-সমাবেশ-জমায়েত বন্ধ করার আহবান জানাচ্ছে বিপরীতে নির্বাচন কমিশন চসিকসহ বিভিন্ন জায়গায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অনড় অবস্থান প্রকাশ করছে। তিনি সিইসির এ স্ববিরোধী ও দ্বিমুখী আচরণের নিন্দা জানিয়ে বলেন-যেখানে করোনো সতর্কতায় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো লকডাউনে যাচ্ছে সে কঠিন পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত না দিয়ে জনগণকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশন। তিনি বলেন-একটি ইভিএম মেশিনে শতাধিক ভোটারের স্পর্শে ছড়াতে পারে করোনা ভাইরাস। এ শংকায় সংক্রমণের চরম ঝুঁকিতে থাকা চট্টগ্রাম সিটির নাগরিকরা ইভিএমে ভোট দিতে অনীহা প্রকাশ করছে। এ অবস্থায় জনগণের জীবন ঝুঁকিতে নিপতিত করে কোন অবস্থায় নির্বাচন চাই না। সরকার ও নির্বাচন কমিশন এ বিষয়টি অনুধাবন করে জনস্বার্থে ও গণস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতের দাবি জানান জননেতা এম এ মতিন। গণসংযোগে উপস্থিত ছিলেন-আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের মহাসচিব পীরে ত্বরিকত মাওলানা সৈয়দ মছিহুদ্দৌলা, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স.উ.ম আবদুস সামাদ, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর সৈয়দ ড. জালাল উদ্দীন আজহারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসেন, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মাওলানা ওবাইদুল মোস্তাফা কদমরসুলী, আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম, নাসির উদ্দিন মাহমুদ, কাযী মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রনেতা জিএম শাহাদত হোসাইন মানিক, শাহজাদা মুহাম্মদ নিজামুল করিম সুজন, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ রেজাউল করিম ইয়াছিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ গোলাম মোস্তফা, এইচ এম এনামুল হক, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ আবরার ইবনে সমরকন্দি, মুহাম্মদ সাহাব উদ্দীন, মুহাম্মদ শফি, মুহাম্মদ জহির উদ্দীন, মুহাম্মদ ওবাইদুল হক টিটু, মুহাম্মদ মঈনুদ্দীন মোরশেদ, হাফেজ মুহাম্মদ সালাহ উদ্দীন, মুহাম্মদ আসিফুর রহমান, মুহাম্মদ সাব্বির হোসাইন, মুহাম্মদ রিমন হোসেন প্রমুখ।