কর্পোরেট হাউজগুলো এগিয়ে আসেলে দেশ আরো এগিয়ে যাবে

0
84
সিপিডিএল এর মত দেশের স্বনামধন্য কর্পোরেট হাউজগুলো যদি দেশ ও এলাকার উন্নয়নে এগিয়ে আসে, তাহলে দেশ আরো এগিয়ে যাবে। এক্ষেত্রে এলাকার ধনাঢ্য ও গণমান্য ব্যক্তিদেরও সহায়তা করা প্রয়োজন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘নান্দনিক চট্টগ্রাম’ শ্লোগানের আলোকে আয়োজিত জামালখান সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, ২০১৭ সালের মধ্যে নগরীর ৪১ ওয়ার্ডকে গ্রিন সিটি, ক্লিন সিটি গড়ে তোলা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ভিশনকে এগিয়ে নিতে কর্পোরেট হাউজ ও বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।
সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের এক প্রস্তাবে মেয়র নগরীর এসএস খালেদ রোড-সার্সন রোড চত্বরকে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরীর নামে নামকরণের পক্ষে বলে সম্মতি জ্ঞাপন করেন। এছাড়াও সমাজের উন্নয়নে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদের জন্যও সম্মানজনক কিছু করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
জামালখান ওয়ার্ডকে সবুজায়ন করতে সিপিডিএল এর সার্বিক সহায়তার  প্রশংসা করে কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, চসিক মেয়রের অঙ্গীকারে গ্রীন সিটি, ক্লিন সিটির কাজ চলছে। অল্প সময়ের মধ্যে জামালখান ওয়ার্ডকে সুবজায়নে পরিণত করবো। এক্ষেত্রে কর্পোরেট হাউজের পাশাপাশি এলকার বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।
সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, জামালখানে সবুজায়নের কাজটি করতে পারে সিপিডিএল ধন্য। আমরাও চাই চসিকে উন্নয়নে পাশে থাকতে। নান্দনিক চট্টগ্রাম শিরোনামে চট্টগ্রাম নগরীতে যে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীর প্রেক্ষাপট পাল্টে যাবে।
জামালখান ওয়ার্ডের স্বনামধন্য সমাজহিতৈষী, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের জনক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরীর নামে নগরীর এসএস খালেদ রোড-সার্সন রোডের সম্মুখস্থ চত্বরকে সিরাজুল ইসলামের নামে নামকরণ করতে মেয়রকে অনুরোধ জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।
পরে সিটি মেয়র সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের ফলক উন্মোচন করেন।