‘‘কর্ম, সাধনা ও পরিশ্রমের মাধ্যমে দারিদ্রকে জয় করতে হবে’’

0
75

নাছিরের শীতবস্ত্র বিতরণ

নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীনের আয়োজনে ৩৬০ জন গরীব দুুঃস্থ নারী/পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শুক্রবার সকালে স্থানীয় সমাদর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সমাবেশে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, শাহজাহান রতন, কোতোয়ালী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান ছুটি, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সরফুদ্দিন চৌধুরী রাজু, ওযার্ড আওয়ামী যুবলীগের সভাপতি সওকত উল্লাহ সোহেল, মহিলা নেত্রী পিয়ারা বেগম, নুর বেগম, যুবলীগ নেতা আহমেদুল হক, আনোয়ার, জহির আহমেদ রাজু ও মো. রাহাত হোসেন। সিটি মেয়র দুঃস্থ নারী ও পুরুষদের হাতে হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অনেকেই জন্ম সূত্রে গরীব। গরীব হয়ে জন্ম গ্রহণ করা কোন অভিশাপ নয়। কর্ম, সাধনা ও পরিশ্রমের মাধ্যমে দারিদ্রকে জয় করতে হবে। মেয়র বলেন, গরীবের ঘরের সন্তানরাও উচ্চ শিক্ষা গ্রহণ করে ভাগ্য পরিবর্তন করতে পারেন। একাগ্রতা, ঐক্যান্তিক ইচ্ছা ও সাধনা থাকলে জীবনে দারিদ্রকে জয় করা কঠিন কোন কাজ নয়। দরিদ্র নারী ও পুরুষদেরকে হাত পা গুটিয়ে বসে থাকার কোন সুযোগ নেই। হাতকে কর্মীর হাতে পরিণত করে উপার্জনের পথ বের করে জীবন ধারন করতে হবে। আজ যিনি গরীব বা দুঃস্থ আগামী দিনে সে পরিবারটিকে নিজ পায়ে দাঁড়াতে হবে।