কাচের ব্রিজ তৈরি করল চীন

0
76

একসঙ্গে ৮০০ মানুষকে বহনের ক্ষমতা রা‌খে এই ব্রিজ। দুই পাহাড়ের যোগাযোগ বলতে মাঝে একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজের নীচেটা স্বচ্ছ্ব কাচের। তাকালে চোখ পড়বে খাদ, ঘন সবুজ উপত্যকা। বিশ্বের সবথেকে উঁচু এবং লম্বা এমনই অভিনব ব্রিজ তৈরি করেছে চিন। আর দিন কয়েকের মধ্যেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে ব্রিজটি।
কাচের ব্রিজ তৈরি করল চীন

আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ান স্কাইওয়াক এতদিন তাক লাগিয়ে এসেছে আপামর বিশ্ববাসীকে। লম্বায়, চওড়ায়, উচ্চতায় সব দিক থেকেই চিনের ব্রিজ টেক্কা দিতে চলেছে গ্র্যান্ড ক্যানিয়ান স্কাইওয়াককে। এর নির্মাতা ইজরায়েলের হ‌্যাম ডোটান লিমিটেড আর্কিটেক্টস অ্যান্ড আরবান ডিজাইনারস। আনন্দবাজার পত্রিকা