‘কাজী জাফরের অনুসৃত পথে সংগ্রাম চলবে’

0
74

২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির  প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমদের অনুসৃত পথেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে কুমিল্লার ৗেদ্দগ্রামে চিওড়া কাজী বাড়ির প্রাঙ্গণে কাজী জাফরের স্মরণসভায় তিনি এ কথা বলেন । এর আগে সকালে ঢাকা থেকে কুমিল্লা পৌঁছালে জেলার নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে কাজী বাড়ির জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে কাজী জাফর আহমদের কবর জিয়ারত করেন তিনি। এসময় দলের পক্ষ থেকে পুষ্পমাল্যও অর্পণ করেন। পরে স্মরণসভায় মির্জা আলমগীর বলেন, এখন কাজী জাফর আহমদের মতো নেতার শূন্যতা আমরা উপলব্ধি করছি। আজ তাকে স্মরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অনুসৃত পথ ও সংগ্রামের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমরা কাজী জাফর আহমদের নির্দেশিত পথে মানুষের ন্যূনতম অধিকার- যেমন  ভোট দেয়ার অধিকার ও বেঁচে থাকার অধিকার আদায়ের জন্য শপথ গ্রহণ করেছি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, লেবার পার্টির  কেন্দ্রীয় নেতা মহসিন ভুঁইয়া, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী, আবদুল গফুর ভুঁইয়া, শেখ ফরিদ আহমেদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের দুই সদস্য শায়রুল কবির খান ও শামুসদ্দিন দিদার ছাড়াও কাজী জাফরের বড় ভাই কাজী হাবিবুর রহমান, বড় মেয়ে কাজী জয়া, ভাতিজা কাজী ইকবাল ও কাজী নজরুলসহ আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন।