কাজী নজরুলকে চেতনায় ধারণ করতে হবে

0
106

কাজী নজরুলকে চেতনায় ধারণ করতে হবেবিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক গোলাম মুস্তাফা বলেছেন, নজরুল আমাদের জাতীয় কবি। নজরুল সঙ্গীত বাংলা গানের প্রধান ও মানস সম্পদ। নজরুলের সৃষ্টিকর্ম সংরক্ষণ করতে হবে দেশের প্রতিটি সচেতন নাগরিককে। নজরুল সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে হলে তাঁর সুরের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। একথা অনস্বীকার্য, নজরুল আজো সর্বক্ষেত্রে পুঁথিগত, তাঁকে আমাদের চেতনায় ধারণ করতে হবে।
(শনিবার) সন্ধ্যায় ইসলামাবাদী মেমোরিয়াল হলে নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত ‘নজরুল
জন্মজয়ন্তী’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
সংস্থার সভাপতি মৃণাল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপেন চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা।
অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিজন রণজিৎ রক্ষিত। একক সঙ্গীত পরিবেশন করেন, শিল্পী জয়ন্তী লালা, শিমু বিশ্বাস, অধ্যাপক পিন্টু ঘোষ, ইয়ামিনুর রহমান, রুম্পা চৌধুরী, বাঁধন দাশ, সুচিত্রা চৌধুরী, দ্বিজেন চক্রবর্ত্তী, সাজেদুর রহমান, কাকলি চৌধুরী, নির্মল বৈদ্য, হ্যাপি ঘোষ, অসিম শর্মা, ঝুমা রায়, এনামুল হক ও শিল্পী দাশগুপ্ত।
পূর্বাহ্নে সম্মেলক সঙ্গীতে অংশগ্রহণ করেন সংস্থার শিল্পীবৃন্দ। বিপুল সংখ্যক নজরুল অনুরাগী শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।