কাজে গাফিলতি হলে ব্যবস্থা : সিটি মেয়র

0
78

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নাগরিক ভোগান্তি সহনীয় পর্যায়ে আনতে নগরীর সকল সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ঠদের প্রতি নির্দেশ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । আজ বুধবার সকালে কর্পোরেশনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের ৩১ তম মাসিক সমন্বয় সভায় সিটি মেয়র এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চসিকের প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ। এতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আনোয়ার হোছাইন, কামরুল ইসলাম, আবু ছালেহ সহ নির্বাহী প্রকৌশলী সহকারী ও উপ-সহকারীগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন জনভোগান্তি কমাতে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি । আরো সহযোগিতার কথা উল্লেখ করে মেয়র বলেন কারো গাফিলতির জন্য চলমান কোনো উন্নয়ন কাজের জন্য নির্বাচনকালীন সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশ্নবিদ্ধ হলে দায়ীব্যক্তিকে ছাড় নয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । তাই নিজের দায়বদ্ধতা থেকে নিজের দায়িত্ব পালনে আন্তরিক হোন। নিজের কাজের প্রতি কোনো ধরনের গাফিলতি না হয় সে ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দেন। মেয়র বলেন নগরীর যে সকল সড়ক এখনো কাঁচা রয়েছে সে সকল সড়কের তালিকাভুক্তির কাজে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সতর্ক থাকতে হবে। যাতে কারো ব্যক্তিগত রাস্তা অন্তর্ভুক্ত না হয় । মেয়র আরো বলেন চট্টগ্রাম ওয়াসা নগরীর যে সকল সড়ক সংযোগ লাইন স্থাপনের জন্য চসিকের কাছ থেকে রাস্তা কাটার অনুমতি চেয়েছে সেই ক্ষেত্রে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণপুর্বক পত্র প্রদানসহ যা কাটা সম্পন্ন হয়েছে তা দ্রুত সময়ে মধ্যে মেরামত করার জন্য নির্দেশ দেন । এছাড়া কোনো সংস্থা অনুমোদনবিহীন নগরীর কোনো রাস্তা যাতে কর্তন করতে না পারে,সেব্যাপারে নজরদারী ,তদারকী করার পরামর্শ দেন মেয়র। নগরীর প্রধান প্রধান সড়কে হাট-বাজার বসা প্রসংগে মেয়র বলেন যত্রতত্র হাট বাজার নয় । পরিকল্পিতভাবে হাট বাজার বাসানো প্রয়োজন।যত্রতত্র হাট বাজার বসার ফলে পরিবেশের ক্ষতিসহ নিত্যযানজট সৃষ্ঠি হচ্ছে । এতে নাগরিক ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। সুস্থ পরিবেশের জন্য যা কোনোভাবে কাম্য নয় । তাই তিনি কালুরঘাট,শাহ আমানত সেতু এবং বহদ্দারহাট এলাকায় আধুনিক ও পরিবেশ সম্মত কিচেন মার্কেট নির্মাণের কথা উল্লেখ করেন। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।