কাদিয়ানীদের মেয়ে সুন্দরী হলেও বিয়ে করা যাবে না: আল্লামা শফি

0
169

কাদিয়ানী সুন্দরী নারীদের বিয়ে করা যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহম্মদ শফি।

তিনি বলেন, ‘কাদিয়ানীদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না এবং তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না।’

তিনি শনিবার (০১ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে আহমদীয়া মুসলিম জামাতকে (কাদিয়ানী সম্প্রদায়) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আল্লামা শফি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আগেও বলেছি, এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে। এখনও বলছি, সরকারি কর্মকর্তা এখানে যারা আছ, প্রধানমন্ত্রীকে বল, অতিসত্বর এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে। তুমি যদি মুসলমান হও, তাহলে কাদিয়ানীদের কাফের ঘোষণা কর। না হলে এ দেশে কী হবে জানি না। বাংলাদেশের ১৬ কোটি মানুষ সবাই একমত, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা কর।’
কাদিয়ানীদের মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নবী মোহাম্মদ (সাঃ) এর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীকে যারা মানবেন না তারা কাফের। নবী (সাঃ) হচ্ছেন শেষ নবী। তিনিই আল্লাহর শেষ নবী। নবীকে (সাঃ) যারা কাফের বলে, যারা শেষ নবী মানে না, তারা কাফের। আর যারা তাদেরকে কাফের মনে করে না, তারাও কাফের।’

এ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।