কাপ্তাইয়ে দেড়মাস বয়সী হাতির বাচ্চা উদ্ধার

0
148

নজরুল ইসলাম লাভলু, নিউজচিটাগাং২৪.কম।।
elepent হাতিকাপ্তাই হ্রদ সংলগ্ন বালুমুড়া এলাকা হতে গত শনিবার রাতে আহত অবস্থায় দেড় মাস বয়সী একটি হাতির বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। বাচ্চাটি বর্তমানে জেটিঘাট রাইংখিয়ং বনশুল্ক ষ্টেশনে রয়েছে। পাল্পউড বাগান বিভাগের আওতাধীন ধনুছড়ি ও জুম নিয়ন্ত্রন বিভাগের কুতুবছড়ি রেঞ্জের সীমান্তবর্তী বালুমুড়া এলাকায় টহলকালীন রেঞ্জ কর্মকর্তা এসএম সামসুদ্দোহার নেতৃত্বে হাতির বাচ্চাটি আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি নিউজচিটাগাং২৪.কমকে জানান। হস্তিশাবকটির পায়ে মারাত্বক আঘাতের কারনে একটি পা ফুলে গেছে। ধারনা করা হচ্ছে শাবকটি পায়ে আঘাতের কারনে দলচ্যুত হয়ে পড়ে। রাইংখিয়ং ষ্টেশন কর্মকর্তা রাকীব উদ্দিন সরকার নিউজচিটাগাং২৪.কমকে জানান, এ ব্যাপারে ওয়াইল্ড লাইফ ডিভিশনের সাথে যোগাযোগ করলে তারা দু’জন প্রাণী চিকিৎসকে কাপ্তাইয়ে পাঠিয়েছেন। শাবকটির চিকিৎসা শেষে চিকিৎসকের সিদ্ধান্ত মোতাবেক এটিকে সাফারী পার্ক অথবা চিড়িয়াখানায় পাঠানো হবে। হাতির বাচ্চাটি দেখার জন্য পাল্পউড বিভাগের এসিএফ মোস্তাফিজুর রহমান, ইউএনও এসএম নজরুল ইসলাম, রাঙামাটি দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা হোসেন মোঃ নিশাত, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাস্থলে আসেন।