কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

0
57

আ’লীগ সরকার দুর্গতদের পাশে ছিলো এবং থাকবে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
আ’লীগ সরকার সবসময় দুর্গতদের পাশে ছিল, আছে এবং আগামীতে ও থাকবে। বুধবার কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আ’লীগ সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন। তিনি আরো বলেন , রাঙ্গামাটি পার্বত্য জেলায় দুর্যোগের পর পরই ত্রাণ মন্ত্রী এসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন। এছাড়া আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ মানুষজনের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক থোয়াই চিং মং মারমা, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,জেলা আ’লীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ নুর মোহাম্মদ, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্তী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। উপজেলা ছাত্রলীর সভাপতি নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ২৬৩ পরিবারের মাঝে ২০ কেজি চাল করে বিতরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম জানান, সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাপ্তাইয়ে দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থদের জন্য ৪৫ মেট্টিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ৩৫ মেট্টিক টন ও আশ্রয় কেন্দ্র গুলোতে ১০ মেট্টিক টন খাদ্যশস্য ত্রাণ বিতরণ করা হয়।