কাপ্তাই লেকে মাছের পোনা অবমুক্ত শুরু

0
81

পোনা অবমুক্তএশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপ্তাই হ্রদে চলতি মাছ ধরা বন্ধ মৌসুমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তিকরন কর্মসূচী শুরু হয়েছে। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়নকর্পোরেশন রাঙামাটি মাছ অবতরণ ঘাট সংলগ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরন কর্মসূচীর উদ্বোধন করেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব মাকসুদুল আমিন খান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পিউস কস্তা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাতিত্বে অনুষ্ঠিত পোনা অবমুক্তকরন কর্মসূচি অনুষ্ঠানে বাংলাদেশ নৌ-বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মনিরুজ্জামান,নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় এবং বিএফডিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৎস্য পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে বক্তারা বলেন,এ মৌসুমে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে ২৫ মেট্টিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। মাছ ধরা বন্ধ মৌসুমে মা জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার পাশাপাশি হ্রদে অবমুক্তকৃত পোনা সুষ্ঠু ভাবে বৃদ্ধি পেলে তা কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদে উন্নয়নে মূল্যবান ভুমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন।