কামারুজ্জামানের ছেলের বক্তব্য আদালত অবমাননাকর

0
72

মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের ছেলের বক্তব্য আদালত অবমাননাকর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, এ ধরণের বক্তব্য দম্ভোক্তি এবং শালীনতাবোধ বর্জিত। আজ দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবালের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। আ্যাটর্নি জেনারেলবলেন, ‘কামারুজ্জামানের ছেলে যে কথাগুলো সাংবাদিকদের কাছে বলেছেন, এসব বক্তব্য তার আইনজীবীরা পুঙ্খানুপুঙ্ক্ষভাবে আদালতে উপস্থাপন করেছেন। এ সব বক্তব্য বিবেচনা করেই আদালত তার সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করেছেন। সর্বোচ্চ আদালত সম্পর্কে একজন যুদ্ধাপরাধীর ছেলের দম্ভোক্তি এবং শালীনতাবোধ বর্জিত বক্তব্য দুঃখজনক। এটা আদালতের নজরে আনবেন কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক সময় মানুষ পাগলের প্রলাপ বকে। সব পাগলকেতো আর আদালতের সামনে নিয়ে যাওয়া যায় না। সর্বোচ্চ আদালতের রায়ের ব্যাপারে ক্ষোভ থাকলে তার প্রকাশ এ ধরনের হওয়া উচিত না।’ বিশেষ করে ন্যায়ভ্রষ্ট কথাটা তাকে কে শিখিয়ে দিয়েছে আমি জানি না। এটার সম্পূর্ণ অর্থ জেনেই বলা উচিত। অবশ্যই আদালতের প্রতি এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদন্ড কার্যকরের বিষয়ে তিনি বলেন,‘দন্ড কার্যকর হবে ২০(৩) ধারা মতে, সরকারের নির্দেশ অনুসারে। কাজেই সরকার যেভাবে সময় প্রদান করবে, সেভাবেই রায় কার্যকর হবে।’ তিনি বলেন, ‘রিভিউ যদি কেউ করেনও সেই রিভিউয়ের জন্য দন্ড স্থগিত থাকবে না। আপিল বিভাগ স্থগিতাদেশ দেওয়ার আগ পর্যন্ত দন্ড কার্যকরের প্রক্রিয়া কারা কর্তৃপক্ষ চলমান রাখবে।’