কামাল আহাম্মদের দাফন সম্পন্ন

0
66

দক্ষিণ হালিশহরস্থ নারিকেল তলা (এস.আলম বি-আলম রোড) নিবাসী মরহুম সুলতান আহাম্মদের ১ম পুত্র কামাল আহাম্মদ (৬৫) প্রকাশ সাইলো কামাল ২১শে জুন সকাল ৭টায় হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নাহিল্লাহে……………..রাজেউন)। তিনি বহু ধর্মীয়-শিক্ষা সামাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে স্বক্রিয় জড়িত ছিলেন।
আমরা তাহার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি।
তার মৃতুতে কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন ওমরা পালন কালে সুদূর সৌদি আরব থেকে মোবাইল ফোনে শোকবার্তা দেন, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল,পূর্বাচল গ্রন্থাকারের সভাপতি ও শ্রমিক নেতা মো: ইসহাক ,৩৯নং ওয়ার্ড আ: লীগ সা: সম্পাদক হাজী মো: শফিউল আলম,দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম আফজাল,হক সাহেব জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মো: আলী,মোহাম্মদীয়া সরকারী প্রা:বিদ্যা: সভাপতি আবু তালেব, আলোর পথে -যুব সাহিত্য ফোরামের সভাপতি এড: জানে আলম, সম্পাদক বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা সদস্য মো: হারুন, প্রবীন সংগঠক ইলিয়াছ,সানফ্লাওয়ার ক্লাবের সভাপতি মাহাবুব এলাহি,বালুচর খেলাঘরের প্রাক্তণ নেতাও শিক্ষক ওসমান গনি,ব্যবসায়ী নেতা মো: শাহজাহান সাজু,এড:শামসুল আলম,হালিশহর্ একাদশ ক্লাবের আক্তার হোসেন ও শফি।
এদিকে ইপিজেড থানা আ:লীগ সভাপতি হাজী হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা এম.এ তাহের, মহিলা লীগের সভানেত্রী শারমিন ফারুখ সুলতানা ,সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম,যুবলীগ সা: সম্পাদক মো: সেলিম রেজা, এবং নতুন সাইটপাড়া মহল্লা কমিটির পক্ষে এম.এ হাসান ,কাউন্সিলর পরিষদে হাজী মোঃ ফরিদ,মোতাহের,মোঃ আইয়ূব,জাবের হোসেন,ওয়ার্ড সচিব মুনসুর খান প্রমুখ।
নেতৃবৃন্দারা তার বিদেহী আত্মারমাগফেরাত কামনা সহ শোক সপ্তপ্ত পরিবাবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বাদে জোহর জানাজা শেষে তাঁকে দক্ষিণ হালিশহরস্থ নতুন সাইট পাড়া কবরস্থানে দাফন করা হয়।