কারিগরি ত্রুটির কারণে আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকে

0
81
সূচকের নিম্নগতির মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে

কারিগরি ত্রুটির কারণে আজ রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। বিকেলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসইর ওই সংবাদ বিজ্ঞপ্তিতে লেনদেন বন্ধের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ সোহাগ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ সকাল সাড়ে ১০টায় ডিএসইর লেনদেন শুরু হওয়ার পর আমরা জানতে পারি কিছু ব্রোকারেজ হাউজের লেনদেন সার্ভার ও লেনদেন ওয়ার্ক স্টেশন ডিএসইর মূল লেনদেন সার্ভার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং নতুনভাবে কোন সংযোগ স্থাপন করতে পারছে না। এ অবস্থায় ডিএসই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লেনদেন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ডিএসইর ট্রেডিং ব্যবস্থার ওই সমস্যা দূর করতে জরুরি ভিত্তিতে মূল নেটওয়ার্ক ও লেনদেন ব্যবস্থার লগ অন সংক্রান্ত কারিগরি সমস্যা দূর করা হয়। ফলে সব ব্রোকার সার্ভার ও লেনদেন ওয়ার্ক স্টেশনগুলো পর্যায়ক্রমে সফলভাবে লেনদেন ব্যবস্থায় পুনরায় সংযোগ স্থাপন করতে সমর্থ হয়। ডিএসই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেলা সোয়া একটায় লেনদেন পুনরায় শুরু হয়, যা বেলা সোয়া তিনটা পর্যন্ত চলে।’