কার্যকরি সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব

0
103

sujon_22.8প্রধান দুই দলের কার্যকরি সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। তারা মনে করেন অন্যথায় সংঘাত অনিবার্য।

আজ বৃহস্পতিবার রাজধানীতে রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান বিষয়ক সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, রাজনীতিবিদরা ব্যর্থ হলে জনগণই সংকট উত্তরণে যথাযথ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংকট উত্তরণে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন গণফোরাম সভাপতি।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধান দুই দলের বিপরীতমুখী অনড় অবস্থান চলমান রাজনৈতিক সংকট আরো জটিল করে তুলছে। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন হবে কিনা, তা নিয়ে সংশয়ের পাশাপাশি পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সংকট নিরসনে প্রধান দুই দলের মধ্যে সংলাপ জরুরি বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনের আগে-পরে বিভিন্ন ইস্যুতে সংস্কারের প্রস্তাব দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। নিজেদের মতামত জানাতে গিয়ে প্রায় সব বক্তাই রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গণতান্ত্রিক ধারা টিকিয়ে রাখার পাশাপাশি সকল ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন বক্তারা।