আবারো ভেঙ্গে পড়লো কালারপোল ব্রীজ

0
120

কালারপোল ব্রীজটি আবারো ভেঙ্গে গেলোপটিয়া উপজেলাধীন শিকলবাহার কালারপোল ব্রীজটি আবারো ভেঙ্গে গেলো।

কয়েক বছর আগে এস আলম এর জাহাজের ধাক্কায় ভেঙ্গে যাওয়ার পর বছর দুয়েক আগে ৪ কোটি টাকা ব্যায়ে পুনরায় নির্মাণ হলেও গত পাঁচ মাস আগে নিম্ম মানের কাজের কারণে তা দেবে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষ সেতু দিয়ে মানুষ হেটে পাড় হতো। আজ বিকেল সাড়ে ৫টায় ব্রিটিশ আমলে তৈরি মাঝের পুরোনো পিলার মেরামতের সময় কালারপোল আবারো ভেঙ্গে যায়। এতে করে হেটে যাওয়ার উপায়ও থাকলো না মানুষের। ফলে চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

ঘটনার প্রত্যক্ষকারী মো রহিম জানান কোন প্রকার আধুনিক যন্ত্রপাতি ছাড়া সনাতন পদ্ধতিতে দায় সাড়া ভাবে সেতু মেরামতের কাজ চলছিলো। এ সময় পুরোনো পিলারটি হয়তো ক্ষতিগ্রস্থ হয়ে ভেঙ্গে গেলে পুরো কালারপোল নদীতে পড়ে যায়। ঘটনায় ঠিকাদার ইব্রাহীম ও শ্রমিকদের একজন মাঝি আহত হয়।

ছবি- সিরাজুল ইসলাম হৃদয়