কাল কুখ্যাত সন্ত্রাসী মুকুলের ২ মামলায় রিমান্ড শুনানী

0
71

লিটন কুতুবী:
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে সর্বকালে রেকর্ড ১৯টি আগ্নেয়াস্ত্র নিয়ে র‌্যাবের হাতে আটক ও গত ৫ ফেব্রুয়ারী ১৫/১৬জন লবণচাষীকে গুলিবিদ্ধ করার মামলার আসামী মনোয়ারুল ইসলাম মুকুলের রিমান্ডের শুনানী ১১ জুলাই কুতুবদিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট মোঃ আলমগীর কবিরের আদালত দিন ধায্য করেন। আদালত সুত্রে প্রাপ্ত তথ্যমতে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুমেল বড়–য়া এ দুই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে মামলার তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। গত ২২জুন রাতে র‌্যাব-৭ এর ৩৫ সদস্যর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদ রাখা ১৩-ওয়ান সুটার ও ৬ শর্টগানসহ ১৯ আগ্নেয়াস্ত্র, সাড়ে ৬শ গুলিসহ কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মরহুম ডাক্তার জাবের আহমদের ছেলে মনোয়ারুল ইসলাম মুকুল (৫২)কে আটক করে। বর্তমানে সে জেল হাজতে আছে। জলদস্যু স¤্রাট এবাদুল্লাহ,রমিজ বাহিনীকে হার মানিয়ে সর্বকালে রেকর্ড অবৈধ ১৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গুলি আইনশৃংখলা বাহিনীকে উপহার দিয়েছে মুকুল। গত ২২ জুন র‌্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন (ডিএডি) বাদি হয়ে মনোয়রুল ইসলাম মুকুলের বিরুদ্ধে যথাযথ ধারায় কুতুবদিয়া থানায় ০৯(২২জুন)২০১৭ মামলা রুজু পূর্বক জব্দকৃত অস্ত্রসহ মুকুলকে থানায় হস্তান্তর করেছিল। মুকুল র‌্যাবের হাতে আটকের ২০দিন পর রিমান্ডের শুনানী হতে যাচ্ছে। অপর দিকে চলতি বছর ৫ ফেব্রুয়ারী আজম কলোনী গ্রামের ভূমিহীন পরিবারের শত শত একর লবণ চাষের জমিতে অস্ত্রের মহড়া দিয়ে জোরপূর্বক দখল করতে গেলে ১৫/১৬জন লবণচাষীকে গুলিবিদ্ধ করে। ঐ সময়ে মুকুলকে প্রধান আসামী করে পেচু মিয়া বাদি হয়ে কুতুবদিয়া থানায় মামলা রুজু করেন। কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর জানান, কুতুবদিয়া থানায় এযাবৎ কাল বড় ধরনের অস্ত্রের চালান নিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে কেহ ধরা পড়েনি। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে মনোয়ারুল ইসলাম মুকুল আইনশৃংখলা বাহিনীকে ১৯ আগ্নেয়াস্ত্র ও সাড়ে ৬শ গুলি উপহার দিয়েছে। কুতুবদিয়া দ্বীপের নির্যাতিত ও সচেতন নাগরিক এই সন্ত্রাসীর দৃষ্টান্ত শাস্তির দাবী করেন।