কুতুবদিয়ার দুর্ধর্ষ জলদস্যু মিন্টু আটক

0
79

লিটন কুতুবী, কুতুবদিয়া-কক্সবাজার।
পুলিশের বিশেষ অভিযানে কুতুবদিয়া থানার তালিকাভূক্ত দূর্র্দর্ষ জলদস্যু মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ মিন্টু (৩৫) কে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় কুতুবদিয়া থানা পুলিশ এসআই জয়নাল আবেদীন, এএসআই সজল দাশের নেতেৃত্বে অভিয়ান চালিয়ে লেমশীখালী ইউনিয়নের আনু বাপের পাড়াস্থ তার নিজ বাড়ী থেকে আটক করে। মিন্টুর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় খুন,ডাকাতি,সন্ত্রাসী,অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে বলে (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস নিশ্চিত করেন। উপকূলের জলদস্যু স¤্রাট ছালে আহমদ গত ১৯ সেপ্টেম্বর দুপুরে আটক হওয়ার পর পুলিশের নিকট তার দেয়া তথ্য মতে ঐ রাতে জলদস্যু মিন্টুকে আটক করে পুলিশ। জানা গেছে, পুলিশের নিকট শীর্ষ দুই জলদস্যু আটক হওয়ার পর দ্বীপের অনেক রাগব বোয়াল গাঁ ঢাকা দিয়েছে। আবার অনেকে আইনশৃংখলা বাহিনীর সহযোগী পরিচয় দিয়ে এসব জলদস্যুদের থেকে মাসোহারা নিয়ে গুপ্তচর কাজে লিপ্ত ব্যক্তিরা চরম আতঙ্কে রয়েছে। জলদস্যুদের লুট করা মালামাল নূন্যতম মূল্যে ক্রয় করা সহযোগীরা পুলিশের ভয়ে এলাকা পালিয়ে বেড়াচ্ছে। জলদস্যুদের সহযোগী অনেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশ প্রশাসনের চোখ ফাঁিক দিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এসব জলদস্যু বাহিনীর সহযোগীদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান কুতুবদিয়া দ্বীপের সচেতন মহল। আদালত সূত্রে প্রকাশ, গতকাল বুধবার দুপুরে কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর কবিরের আদালতে জলদস্যু ছালে আহমদ ও মিন্টুকে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।