কুতুবদিয়ার ২০ গ্রাম প্লাবিত, শত কোটি টাকার লবণ ও পাঁকা ধান নষ্ট

0
145

এস.কে.লিটনকুতুবী, কুতুবদিয়া,কক্সবাজার

ঘূর্ণিঝড়ফণীরফনারপ্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্নউপকূলীয়এলাকায় জোয়ারেরসময় স্বাভাবিকের চেয়ে৪/৫ ফুটপানিরউচ্চতাবৃদ্ধি পায়। যারফলেকক্সবাজারেরউপকূলকুতুবদিয়াদ্বীপেশুক্রবারসকাল ১১টায় জোয়ারে ২০ গ্রামপ্লাবিতহয়েছে।
ইউএনও দীপককুমাররায়বলেন, স্থানীয়চেয়ারম্যান, জনপ্রতিনিধিদেরসহযোগিতায়প্লাবিতএলাকারপ্রায়শতাধিকপরিবারের লোকজনকেনিরাপদ স্থানেসরিয়েআনাহয়েছে।আশ্রয় কেন্দ্রেআশ্রয় নেয়া লোকজনকেশুকঁনোখাবারবিতরণকরেছেউপজেলাপ্রশাসন।
ইউএনওআরোজানান,শুক্রবারসকালেউপজেলাপ্রশাসন বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায়বসবাসরত লোকজনকেমাইকিংকরেনিবাপদ স্থানেসরিয়ে নেয়াহয়েছে।
কুতুবদিয়াউপজেলাআ’লীগেরসভাপতি আওরঙ্গজেব মাতবরবলেন, পূর্বে থেকে উপজেলাপ্রশাসনসতর্ক থাকায়যানের তেমনক্ষতিহয়নিমালামালেরব্যাপকক্ষতিহয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফাজানান, আলীআকবর ডেইলইউনিয়নেরপশ্চিমতাবলরচর,আনিচের ডেইল, জেলেপাড়া, কাহারপাড়াএলাকাপ্লাবিতহয়েছে।
এ ছাড়াওবড়ঘোপইউনিয়নেরপ্যানেল চেয়ারম্যানআবুলকালামজানান, দক্ষিণমুরালিয়া, অমজাখালী,আজমকলোনী,কৈয়ারবিলইউপির চেয়ারম্যানজালালআহমদ জানান, মলমচর,উত্তর কৈয়ারবিল, মহাজনপাড়া, মফজলডিলারপাড়া,দক্ষিণধুরুংইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরীজানান, বাতিঘরপাড়া, উত্তরধুরুংইউপির চেয়ারম্যানআ,স,মশাহরিয়ার চৌধূরীজানান,কাইছারপাড়া, নয়াকাটা, আকবরবলীঘাট, ফয়জানিরবাপেরপাড়া, পূর্ব নয়াকাটা, উত্তরসতরউদ্দিন, লেমশীখালীইউপির চেয়ারম্যানআলহাজআকতার হোছাইনজানান, পেয়ারাকাটা, ক্রসডেমবিসিকএলাকায় জোয়ারের নোনাপানিডুকেব্যাপকএলাকাপ্লাবিতহয়েছে।
পশ্চিমতাবলরচর গণস্বাস্থ্য কেন্দ্রে আশ্রয় নেয়ালুৎফরন্নেছা (৫৬) জানান, ঘূর্ণিঝড়ফণীআরঅমাবশ্যার জেয়ারেরপ্রভাবেতাদেরঘরবাড়িতলিয়ে গেছে। নিরুপায়হয়েআশ্রয় কেন্দ্রে চলেএসেছে।
উপজেলাপ্রকল্পবাস্তবায়নকর্মকর্তা সৌভ্রাত দাশজানান, দুইশতাধিকঘরবাড়ি,শতশতএকরপাকাঁধানেরফসলপ্লাবিতএবংশতশতএকরলবণচাষেরকয়েকহাজার মেট্রিকটনলবণতলিয়ে গেছে।এতে সাধারণ কৃষকদেরব্যাপকক্ষয়ক্ষতিহয়েছে।


কৃষকলীগকুতুবদিয়াউপজেলাশাখারসাংগঠনিকসম্পাদকমাহাবুবআলমসিকদারবলেন, বৈশাখেপুকুর ,মাঠ,খালবিল ফেটে চৌঁচিরহয়ে গেছে। এ অবস্থায়ফণীরপ্রভাবেকুতুবদিয়াদ্বীপে জোয়ারে নোনাজলে লোকালয়তলিয়ে গেছে। নোনাজলে দূর্গন্ধ ছড়িয়েবায়ুবাহিত রোগবৃদ্ধি পাওয়ার সম্ভাবনারয়েছে। কুতুবদিয়াদ্বীপেজনবসতির ছেয়েঘূর্ণিঝড়আশ্রয় কেন্দ্রতুলনামুলক কম। ঘূর্ণিঝড়শুরুহলেমানুষের দূর্ভোগ চোখেপড়ারমতো।
কুতুবদিয়াউপজেলাপরিষদের চেয়ারম্যানএটিএমনুরুলবশর চৌধূরীবলেন, কুতুবদিয়াউপকূলের কৃষকেরাবুঝতেপারেনিএভাবে জোয়ারেরপানি লোকালয়েচলেআসবে। জোয়ারেরপ্রভাবেউপকূলের কৃষক ও লবণচাষীদের কোটি কোটিটাকারফসল ও লবণনষ্টহয়েছে। দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁেধরমধ্যে ১৪ কিলোমিটারবাঁধ ভাঙ্গা রয়েছে। সাগরেসৃষ্টঘূর্নিঝড়ফণীরপ্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়েপানিরউচ্চতাবৃদ্ধি পেয়েব্যাপকএলাকাপ্লাবিতহয়েছে।
কক্সবাজার জেলারপানিউন্নয়ন বোর্ডেরনির্বাহীপ্রকৌশলীরাকিবুলহাসানবলেন, পূর্বে থেকে পানিউন্নয়ন বোর্ডের ৭১ পোল্ডারেরকুতুবদিয়াদ্বীপে ১৪ কিলোমিটার বেড়িবাধ ভাঙ্গা ছিল। বিগত দুইবছর পূর্বেপানিসম্পদ মন্ত্রণালয়প্রায়একশ কোটিটাকাবাঁধনির্মাণকরারজন্য ঠিকাদারনিয়োগ দিলেওযথাসময়েকাজকরেনি। তবে বেশীভাঙনএলাকায় জোয়াররক্ষারজন্য জিওব্যাগেবালিভর্তি করে জোয়ার ঠেকানোরজন্য কিছুকিছুএলাকায়বাঁধ দেয়া হয়েছে। গত দুইদিনধরেপশ্চিমতাবলরচরএলাকাভাঙনবাঁেধজরুরীভিত্তিকে জোয়ার ঠেকানোরজন্য মাটি দিলেওতাঘূর্নিঝড়ফণী ও অমাবশ্যার জোয়ারে স্বাভাবিকের চেয়েপানিরউচ্চতাবৃদ্ধি পেয়েতাতলিয়ে গেছে।