কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

0
112

আমির হোসেন

লিটন কুতুবী, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাসহ ছয়জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, বড়ঘোপ আজম কলোনী গ্রামের আবদু শুক্কুরের ছেলে ছোটন (১৭), জুনো আকতার (১৫) এবং ছোটনের বৃদ্ধ নানী বিবি আয়েশা (৫৫) অপর পক্ষের আবদুল কুদ্দুসের ছেলে আমির হোসেন (১৫) তার মা-বাবা রাজিয়া বেগম (৪০) আবদুল কুদ্দুস (৫০)। আহতদের মধ্যে মোঃ ছোটন আর আমির হোসেনকে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজাউল হাছান নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ছোটন আর আমির হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে আহত আবদুল কুদ্দুস দাবী করে বলেন, তার স্কুল পড়–য়া কন্যা ৪র্থ শ্রেণীর ছাত্রী(রোজিনা আকতার-১২) কে বিদ্যালয়ে যাওয়ার পথে গতকাল সকালে ছোটন উত্যক্ত করায় তার প্রতিবাদ করতে গিয়ে আমির হোসেনকে মারধর করে। ঘটনার খবর পেয়ে আমির হোসেনকে উদ্ধার করতে গেলেই তাদেরকেও মারধর করে আহত করে। এদিকে ছোটনের মা আয়েশা বেগম জানান, গত ৩১ আগস্ট রাত ১০টার দিকে পারিবারিক একটি সামান্য বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আমির হোসেন ২পরে পারিবারিক বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য এলাকার মহিলা মেম্বারকে নালিশ দেন তিনি। নলিশ দেয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্ব ঘটনার রেশ ধরে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউই না থাকার এ সুযোগে হামলা চালালে তার ছেলে ছোটন ও জুনো আক্তারকে মারধরে গুরুতর জখম করে। এসময় ছোটনের বৃদ্ধ চাচাত নানী এগিয়ে আসলে প্রতিপক্ষের মৃত সালামের পুত্র কুদ্দুস তার ছেলে এবং স্ত্রী তাকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুবদিয়া হসপাতালে ভর্তি করান। এব্যাপারে উভয় পক্ষের আহতের পরিবার মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করে এ প্রতিনিধিকে।