কুতুবদিয়ায় পুলিশের চাঁদাবাজীর শিকার পর্যটক!

0
100

পর্যটক হয়রানি

লিটন কুতুবী, কুতুবদিয়া:

একদল পর্যটক কুতুবদিয়া দ্বীপে বেড়াতে এসে টহল পুলিশের চাঁদাবাজীর শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে ,বন্দর নগরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা গ্রামের মৃত আবদু জব্বারের ছেলে জয়নাল আবেদীন ও তার বন্ধু ইসমাঈল, মোঃ সেলিম, শামশুল ইসলাম, মোঃ ইসলাম ও মোঃ রুবেলসহ ৬ বন্ধু মিলে ৩টি মোটর সাইকেল নিয়ে কুতুবদিয়ার মূল আকর্ষণ কুতুব শরীফ দরবার জিয়ারত ও দ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করার জন্য ১২মার্চ (শনিবার) দুপুরে কুতুবদিয়ায় আসেন। প্রথমে কুতুব শরীফ দরবারে মহি উদ্দিন আল কুতুবী (মালেক শাহ)’র মাজার জিয়ারত করেন তারা। সেখান থেকে বাতিঘর ঘুরে আজম সড়ক হয়ে বায়ু বিদ্যুৎ দেখতে যাওয়ার পথে কুতুবদিয়া মহিলা কলেজের সামনে পৌছলে থানার টহলরত পুলিশ তাদের গতিরোধ করে চাঁদা দাবী করে। একপর্যায়ে পর্যটকরা টহলরত এসআই জুয়েল রানার দাবীকৃত চাঁদার টার্গেট পূরণে অপারগতা প্রকাশ করায় মটর সাইকেলগুলো থানায় নিয়ে আসে পুলিশ। মটরসাইকেলের মালিকানা ঠিক থাকার পরেও খুঁড়া অজুহাতে এস আই জুয়েল রানা বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৫ ঘণ্টা থানায় আটকে রাখে। শেষ পর্যন্ত এস আইকে টাকা দিয়ে মটর সাইকেলগুলো ছাড়িয়ে আনেন বলে পর্যটক জয়নাল আবেদীন এ প্রতিনিধিকে জানান। এব্যপারে এস আই জুয়েল রানার সাথে কথা হলে তিনি চাঁদা দাবীর বিষয়টি অস্বীকার করে বলেন যে, সন্দেহ মূলকভাবে মটর সাইকেলগুলো থানায় আনা হয়েছিল।