কুতুবদিয়ায় প্রতারণার মাধ্যমে জমি আত্মসাতের

0
59

লিটন কুতুবী, কুতুবদিয়া।
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতারণার আশ্রয় নিয়ে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। যুবক ছেলেকে ইয়াবায় আসক্ত করে কৌশলে ফুসলিয়ে তার নামীয় জমি গোপনে রেজিস্ট্রির মাধ্যমে হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার রাজাকার মোস্তাফিজুর রহমানের ছেলে নুরুল হোছাইন। এব্যপারে কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী আবেদন করেছেন যুবকের পিতা মোহাম্মদ শাহজাহান। অভিযোগে জানা যায়, একই পাড়ার মোহাম্মদ শাহজাহানের যুবক ছেলে আরমানুল ইসলাম সিকদার (১৮) নাবালক থাকাবস্থায় শাহাজানের পিতা ইসমাঈল সিকদার ৪০ শতক জমি নাতির (আরমানুল ইসলাম) নামে দানপত্র করে যান। বিষয়টি জানতে পেরে নুরুল হোছাইন দীর্ঘদিন ধরে আরমানকে ফুসলিয়ে বিভিন্ন কৌশলে মাদকাসক্ত করে।

অভিযোগে আরো জানানো হয়,গত ১২ মার্চ নুরুল হোছাইন প্রতারণার আশ্রয় নিতে আরমানুল ইসলামকে ইয়াবা সেবন মাধ্যমে বেহুস করে কৌশলে ফেরবী ১৮৩নং রেজিস্ট্রি সম্পাদন করে নেয়। জ্ঞান ফেরার পরে আরমান বিষয়টি পিতা শাহাজানকে জানালে তিনি কুতুবদিয়া সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে নিশ্চিত হন যে, নুরুল হোছাইন প্রতারণামুলকভাবে পণশূণ্য ফেরবী কবলা সৃজন করে পাঁচ লাখ টাকার সম্পত্তি আতœসাৎ করেছে। বিষয়টি তদন্তপূর্বৃক প্রতিবেদন দাখিল করার জন্য কুতুবদিয়া থানাকে নির্দেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। প্রতারক নুরুল হোছাইন একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানাসহ আদালতে ৫/৬টি ইয়াবা মাদক মামলার চার্জশীটভূক্ত আসামী হয়ে বর্তমানে জেল হাজতে আছে। আদালত থেকে প্রতারণার মাধ্যমে ইয়াবা মামলায় জামিন নেয়ার জন্য পায়তারা করছে প্রতারক নুরুল হোছাইনের আতœীয়স্বজন।