কুতুবদিয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন বিপিসির চেয়ারম্যান রহমতুল মুনিম

0
86

 

এস.কে.লিটন কুতুবী কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে ভূমিহীন আশ্রায়ন প্রকল্পের বসবাসকারী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গেলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমতুল মুনিম।  শনিবার (২৮ জানুয়ারি) কুতুবদিয়া উপজেলার ৪ ইউনিয়ন যথাক্রমে উত্তর ধুরুং ইউনিয়নের কুলিয়ার পাড়া, লেমশীখালী ইউনিয়নের ছিন্নি খাইয়া পাড়া, কৈয়ারবিল ইউনিয়নের মহাজন পাড়া ও আলী আকবর ডেইল ইউনিয়নের কিরন পাড়া আশ্রায়ন প্রকল্পের ৮০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্নসচিব লায়লা বেগম, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশন লিঃ এর ব্যবস্থাপক মীর সাইফুল্লাহ খালেদ, যমুনা অয়েল কোম্পানির লিঃ’র ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালেহীন তানভীর গাজী, সমবায় কর্মকর্তা কামাল পাশা, স্থানীয় ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, ছৈয়দ আহমদ চৌধুরী, আলহাজ আকতার হোছাইন, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী। জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমতুল মুনিম বিগত ১৯৯৮ হতে ২০০০ সন পর্যন্ত কুতুবদিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। শীতবস্ত্র বিতরণ কালে বিপিসির চেয়ারম্যান রহমতুল মুনিম বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ভূমিহীন পরিবারকে পূনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের অর্থায়নে ১৯৯৮ সালে নৌবাহিনীর তত্ত্বাবধানে কুতুবদিয়া দ্বীপে ৪টি আশ্রায়ন প্রকল্পে ২০ পরিবার করে মোট ৮০ পরিবারকে পূনর্বাসন করেন। সেই সময়ে তিনি কুতুবদিয়ায় ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন। সুযোগ পেয়েই সেই ভূমিহীন পরিবারের মাঝে ফিরে এসে খোজঁ-খবর নিয়ে উক্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এছাড়াও তিনি দরিদ্র ও বিধবাদের মাঝে দেড়’শ শীত বস্ত্র বিতরণ করেছেন। শেষে কবি জসিম উদ্দিন উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন।