কুতুবদিয়া উপজেলা আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

0
118

 

লিটন কুতুবী,
কুতুবদিয়া,কক্সবাজার।

কুতুবদিয়া উপজেলা আইনশৃংখলা সভা সোমবার (১৩মে)পরিষদের হল রুমে ইউএনও দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা,ওসি মুহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধূরী, বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া শাখার সভাপতি ও কমিটির সদস্য শফিউল আলম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, দক্ষিণ ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবিরবাদশা, উত্তর ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান মনজুরুল রাব্বি,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন,উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, অধ্যাপক আবদু ছাত্তার,সমাজ সেবা অফিসের হাছান মুরাদ,কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম, কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ আলহাজ নুরুচ্ছাফা, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা,আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ, মহিলা বিষয়ক অফিসার।
সভায় কুতুবদিয়া উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি ভাল। কুতুবদিয়া চ্যানেলে পারাপারে প্রতি আধা ঘন্টা পর পর জনপ্রতি ২০টাকা ভাড়া নিয়ে সার্ভিস চালু করার জন্য সভাকে অনুরোধ করেন। কুতুবদিয়া বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় উপকূলের মানুষ মারাতœক ঝুকিতে রয়েছে। আগামী ২০মে হতে ৬৫দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। হাজার হাজার জেলেরা বেকার হয়ে পড়েছে। কুতুবদিয়ায় মারাতœকভাবে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মানুষের পোষ্য ছাগল ধরে খাচ্ছে। ঈদকে সামনে রেখে নিত্যপ্রযোজনীয় মালামালের দাম যাতে বৃদ্ধি করে বিক্রি করতে না পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে মনিটর করার আহবান জানান।