‘কেউ রেহাই পাবে না’শেখ হাসিনা

0
110

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই বলেন, দেশে সুশাসন নেই। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশে সুশাসন না থাকলে গণতন্ত্র অব্যাহত থাকতো না। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলছি। তবে কিছু কিছু বিছন্ন ঘটনা ঘটছে। যেমন ফেনী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুরে। তবে সরকার কিন্তু বসে নেই। অপরাধীরা ধরা পড়ছে। তাদের বিচার শুরু হয়েছে। বিচার হবে। আইন তার আপন গতিতেই চলবে। কেউ রেহাই পাবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, আমার চোখে অপরাধী-অপরাধীই। সে যেই হোক না কেন তার বিচার হবেই হবে। আমরা যা বলি তাই করি। আইন তার আপন গতিতে চলবে। অপরাধীদের বিচার হচ্ছে, হবে। দেশ চলবে সংবিধান অনুযায়ী। কাউকে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক খেলাধুলা হয়েছে, আর নয়।