কোটি টাকা ফাঁকির অভিযোগে কসমেটিকসসহ কন্টেইনার আটক

0
59

মিথ্যা ঘোষণা দিয়ে ১ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে কসমেটিকস ভর্তি একটি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

ইউএই থেকে আমদানি করা ২ কোটি টাকা মূল্যের কসমেটিকস পণ্য চালানটির আমদানিকারক ঢাকার নবাবপুরের মেসার্স আর এম এন্টার প্রাইজ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মঈনুল খান জানান, চালানটি খালাস নিতে গত ১৪ আগস্ট বিলঅবএন্ট্রি(সি৯৮১৫২৯) দাখিল করে আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট সুরমা ট্রেডিং করপোরশেন লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে খালাস পর্যায়ে চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

এতে ঘোষণা বহির্ভুত বিভিন্ন ধরনের ১৫ টন কসমেটিকস পণ্য পাওয়া যায়। এসব পণ্যের উপর সম্পুরক শুল্ক আরোপ থাকায় এক কোটি ১১ লাখ ৭ হাজার টাকা আদায় করা হয়। অথচ আমদানিকারক ৪ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে পণ্য চালানটি খালাস নেওয়ার চেষ্টা করেছিল।