ক্যাম্পাস রাজনীতি জাতির নেতৃত্ব সৃষ্টির অন্যতম সূতিকাগার

0
100

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের একমাত্র শাটল ট্রেনযুক্ত ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সহযোগিতায় পাশে ছিলেন চবি’র অন্যতম নিবন্ধিত ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। প্রতিদিনের মত আজও ছাত্রছাত্রী ও অভিভাবকদের হাতে হাতে ছাত্রসেনার পরিচিতি ও ভর্তিপরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যসমৃদ্ধ কার্ড ও চবিসেনার নাম সম্বলিত কলম বিতরণ করেন ছাত্রসেনা চবি’র নেতৃবৃন্দ। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বর থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের ১নং সড়ক প্রদক্ষিণ করে আবার রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ছাত্রসেনা চবি’র সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদ উল্লাহ। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চবি’র সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম রানা, মুহাম্মদ শফিউল আলম, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দীন, দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন জনি, হল বিষয়ক সম্পাদক হাফেজ রাসেদুল্লাহ, মিনহাজ উদ্দীন সিদ্দিকী, নাসির উদ্দীন রুবেল, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ দেলোয়ার, আব্দুল মোস্তফা মঈন, জামিল হাসান, মুহাম্মদ শাহেদ, আরিফ হোসেন আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, ক্যাম্পাস রাজনীতি জাতীর নেতৃত্ব সৃষ্টির অন্যতম সূতিকাগার। ক্যাম্পাসে সুস্থ রাজনীতি চর্চার বিকল্প নেই। তারা ক্যাম্পাসে ছাত্রসংগঠনসমূহের শান্তিপূর্ণ সহাবস্থানের জোর দাবি জানান।