ক্রিশ্চিয়ানো রোনালদো মাদেইরা দ্বীপপুঞ্জে একটি যাদুঘর বানাবেন

0
111

ক্রিশ্চিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের জন্মস্থান মাদেইরা দ্বীপপুঞ্জে একটি যাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজের বানানো যাদুঘরটি নিজের নামেই উৎসর্গ করবেন বলে জানিয়েছে বর্তমান সময়ের আলোচিত এই স্ট্রাইকার। ২৮ বছর বয়সী রোনালদো নিজের ক্যারিয়ারের সাফল্য গাঁথাকে তার ভক্তকূলের কাছে উপস্থাপন করতেই এই যাদুঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। ক্যারিয়ারে প্রাপ্ত শতশত ট্রফি, সম্মাননা ও দুর্লভ ফটোগ্রফি দিয়ে ভরা থাকবে মিউজিয়ামটি।
১৯৯০ সালে জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপে ফুটবল ক্যারিয়ার শুরু করেন রোনালদো। ১২ বছর বয়সে পর্তুগালের রাজধানীতে ক্যারিয়ার গড়তে আসেন তিনি। বাল্যকালেই ফুটবল প্রতিভা দিয়ে নজর কাড়েন বোদ্ধাদের। মাত্র ১৮ বছর বয়সে স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দলভুক্ত করেন। এরপর শুধু ইতিহাস। ২০০৯ সালে রেকর্ড মূল্য ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি যোগ দেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। এখনও খেলে চলছেন এই ক্লাবেই।