ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি চিনু

0
86

কাপ্তাই প্রতিনিধি:
ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি চিনুটানা বর্ষনে কাপ্তাই উপজেলায় পাহাড়ী ধসে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা সংরক্ষিত মহিলা আসনের এমপি ফিরোজা বেগম চিনু। তিনি ক্ষতিগ্রস্থ নতুন বাজার ঢাকাইয়া কলোনী, লগ গেইট ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে খোলা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবার ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পুনর্বাসনের লক্ষ্যে তালিকা প্রস্তুত করে দ্রুত তার কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্টদের। প্রসঙ্গত, পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় দু’শতাধিক লোকজনকে কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে ওই দিন সংরক্ষিত মহিলা আসনের সদস্য উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। এসময় মহিলা এমপির সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি সদর উপজেলার দায়িত্ব প্রাপ্ত ও কাপ্তাইয়ের ভারপ্রাপ্ত ইউএনও রুমানা রহমান সম্পা, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, নূর নাহার বেগম, এমপির প্রতিনিধি মো: ইব্রাহিম খলিল, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বিপ্লম মারমা, আ’লীগ নেতা কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বাদল, উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিনসহ আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।