ক্ষমতা ছাড়ার পরে বাড়িতে আগুন লাগবে-এরশাদ

0
128
সিঙ্গাপুরে বিরোধী নেতার সঙ্গে যদি দেখা করেও থাকি অন্যায় কী, উনি তো আমার শত্রু নন:এরশাদ

‘সিঙ্গাপুরে আমি গিয়েছিলাম চিকিত্সার জন্য। সমালোচনা হলো যে, আমি নাকি ষড়যন্ত্র করছি। বিরোধী দলের নেতার সঙ্গে যদি দেখা করেও থাকি, তাহলে অন্যায় কী করেছি? আমিও রাজনীতি করি, উনিও রাজনীতি করেন। উনি আমার শত্রু নন।’ আজ শনিবার বিকালে রাজধানীর বনানীমাঠে জাতীয় পার্টির বৃহত্তর ঢাকা জেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী সমাবেশে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ‘আমরা আর মহাজোটে থাকতে চাই না। কর্মীরাও কেউ থাকতে চায় না। আমরা এককভাবে নির্বাচন করব।

এরশাদ আরো বলেন, ‘গত সাড়ে চার বছরে সরকার জাতীয় পার্টির প্রতি অবিচার করেছে। এখন তারা জাতীয় পার্টির কথা মনে করছে। এত দিন জাতীয় পার্টিকে তাদের স্মরণে ছিল না। এ সময় ডাকলে তো আর সাড়া পাবে না।’

এরশাদ সরকারের উদ্দেশে বলেন, ‘ক্ষমতায় থাকতে ভয় পান কেন? তত্ত্বাবধায়ক সরকার হলে জেলে যাবেন—এ কথা বলছেন কেন? এর কারণ, ক্ষমতা ছাড়ার পরে বাড়িতে আগুন লাগবে, গুলি খেতে হবে, মরতে হবে।’

এরশাদ বলেন, ‘দেশি-বিদেশি পত্রপত্রিকায় দেখা গেছে—সরকারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এর প্রধান কারণ—ছাত্রলীগ, টেন্ডার লীগ, সরকারের অপশাসন, ড. ইউনূসকে হেনস্তা, জাতীয় পার্টিকে অবহেলা; পদ্মা সেতু, হল-মার্ক, শেয়ারবাজারের কেলেঙ্কারি; শাহবাগ চত্বর সৃষ্টি, হেফাজতের ওপর হামলা ইত্যাদি।’

ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি এস এম ফয়সাল চিশতির সভাপতিত্বে সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি কাজী ফিরোজ রশিদ প্রমুখ বক্তব্য দেন।