খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে

0
93

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে । গতকাল সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল খালেদ প্রতীক বরাদ্দ দেন । এই সময় খাগড়াছড়ি সদর, মাটিরাংগা, মানিকছড়ি, রামগড়, মহালছড়ি, পানছড়ি টিএনও ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন । খাগড়াছড়ি সদর উপজেলায় দলীয়ভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: জানে আলম আনারস প্রতীক পেয়েছেন । বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা মাষ্টার দোয়াত কলম। ইউপিডিএফএর প্রার্থী চঞ্চুমনি চাকমা মোটর সাইকেল, স্বতন্ত্র প্রার্থী এসএম রেজাউল করিম হেলাল ঘোড়া। ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো শাহাব উদ্দিন সরকার উড়োজাহাজ, জাতীয় পাটির প্রার্থী নিরাপদ তালুকদার চশমা, বিএনপির তরুন আলো দেওয়ান বই, কার্বারী এসোসিয়েশনের রনিক ত্রিপুরা টিউবওয়েল, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিংহ বিজয় চাকমা টিয়া পাখি প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বাশরী মারমা ফুটবল, আরনা চাকমা কলম , বিউটি রানী ত্রিপুরা পদ্ম ফুল প্রতীক পেয়েছেন ।

রামগড়ে আওয়ামী লীগের একেএম আলীম উল্লাহ হেলিকপ্টার, বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন। তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়তে হোসেন ভূঁইয়া (কাপ-পিরিচ) এবং জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজ উদ্দিন রিপনও (দোয়াত কলম) প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী চাইথোয়াই চৌধুরী মোটর সাইকেল ,উশ্যেপ্রু মারমা টেলিফোন, কাজী মোহাম্মদ সেলিম আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন । রামগড়ে ভাইস্‌-চেয়ারম্যান পদে মংসাপ্রু কার্বারী বই, মোঃ আনোয়ারুল আজিম চৌধুরী চশমা , মোঃ আব্দুল কাদের টিয়া পাখি । মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আকলিমা সুলতানা হাঁস, খাদিজা আক্তার কলম, ঝর্না ত্রিপুরা প্রজাপতি,নাজমা কেগম ফুটবল প্রতীক পেয়েছেন ।

পানছড়িতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা ঘোড়া প্রতীক পেয়েছেন।আ. লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিমি চাকমা আনারস প্রতীক পান। বিএনপির অনিমেষ চাকমা মোটর সাইকেল ও ইউপিডিএফ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সর্বোত্তম চাকমা কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস্‌-চেয়ারম্যান পদে নন্দ দুলাল চাকমা মাইক, মতিলাল চাকমা তালা, ভুতিধর রোয়াজা টিউবওয়েল, রুমেল মারমা টিয়া পাখি, লোকমান হোসেন চশমা, সিদ্ধু কুমার চাকমা বই এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অপরাজিতা খীসা পদ্ম ফুল, ছকিনা বেগম কলম , মনোয়ারা বেগম ফুটবল, রত্না তনচগ্যা হাঁস, রৌশনারা বেগম প্রজাপতি, শুভ্রা দেওয়ান তীর-ধনুক প্রতীক পেয়েছেন।

মাটিরাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মোটর সাইকেল, বিএনপির উপজেলায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আনারস, আবুল কাশেম দোয়াত কলম, পার্বত্য বাংগালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জামাতের আমির প্রকৌঃ মোঃ আলকাছ মিয়া মামুন কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস্‌-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ রফিকুল ইসলাম(মাইক), বিএনপির মোঃ দেলোওয়ার হোসেন(চশমা), আমান উদ্দিন(টিয়া পাখি), পিসিজেএসএস’র হেমেন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন । মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হাছিনা বেগম(কলম), বিএনপি’র মোসাঃ মনোয়ারা বেগম(হাঁস), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হোসনেরা বেগম পদ্ম ফুল প্রতীক পেয়েছেন।

মানিকছড়িতে আওয়ামীলীগের মাগ্র্য মারমা আনারস, বিএনপির এনামুল হক এনাম দোয়াত কলম, বিদ্রোহী প্রার্থী এস এম রবিউল ফারুক মোটর সাইকেল প্রতীক পেয়েছেন । পুরুষ ভাইস্‌-চেয়ারম্যান পদে বিএনপির এম জাকির হুসাইন সিরাজ তালা , মোঃ জামাল উদ্দিন উড়োজাহাজ, মোঃ তাজুল ইসলাম বাবুল টিউবওয়েল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের শাহিনা আক্তার কলস, ফেরদোস বেগম পদ্ম ফুল , রাহেলা আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন ।

মহালছড়ি উপজেলায় আওয়ামীলীগের অধ্যাপক নীলোৎপল খীসা মোটর সাইকেল, বিদ্রোহী প্রার্থী ক্যজাই মারমা আনারস , ইউপিডিএফ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোনারতন চাকমা দোয়াত কলম প্রতীক পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এনএন লারমা) বিমল কান্তি চাকমা কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। মহালছড়িতে চেয়ারম্যান পদে বিএনপি’র কোন প্রার্থী নেই। পুরুষ ভাইস্‌-চেয়ারম্যান পদে বিএনপির মোঃ আব্দুল আজিজ তালা, ইউপিডিএফের বিশ্বজিৎ চাকমা চশমা, পিসিজেএসএস এমএনলারমা সমর্থিত থুইহ্লাঅং মারমা টিউবওয়েল, স্বতন্ত্র ক্যাচিংমিং চৌধুরী উড়োজাহাজ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কাকলী খীসা প্রজাপতি, বিএনপির মোছাঃ হাছিনা বেগম কলম, জাহানারা বেগম সেলাই মেশিন, ভৌমিকা ত্রিপুরা ফুটবল, সুইনুচিং চৌধুরী পদ্ম ফুল, স্বপ্না চাকমা হাঁস প্রতীক পেয়েছেন।এছাড়া, অন্য তিন উপজেলার ইউপিডিএফ প্রার্থীদের নাম পাওয়া যায়নি।