খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ:) এর বার্ষিক ওরশ সম্পন্ন

0
83

গরীব নেওয়াজ ওরশ শরীফ
উপ মহাদেশের প্রখ্যাত অলি কামেল সুফী সাধক হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ:)’র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে আজ সমাপনী দিনে সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল বলেছেন, ইসলাম শান্তি রক্ষায় নিবেদিত। শান্তির বাণী ছড়িয়ে উপমহাদেশে ইসলামের আগমন ঘটিয়েছেন আউলিয়া কামেল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ:)। চট্টগ্রামে পীর আউলিয়ার পূন্যভূমিতে আমি একজন পুলিশ বাহিনীর কর্মকর্তা হিসেবে অশান্তির বিরুদ্ধে শান্তির সপক্ষে লড়াই করে যাবো। ধর্ম যার যার তবে বাড়াবাড়ি নয়। তবে এই বাড়াবাড়ি নিয়ে আমরা বিচলিত। ধর্মের নামে অধর্ম হোক এটা একজন মুসলমান হিসেবে আমার কাম্য নয়।

সভাপতির ভাষণে হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ:) মাজার মসজিদ ওয়াক্ফ এষ্টেটের মোতোয়াল্লী আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ইসলামের আদর্শ অনুযায়ী সর্বধর্মের মানুষের আত্মত্যাগে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যার যার ধর্ম বিকশিত হবে তবে কাউকে আগ্রাসনের জন্য এটাই ইসলামের প্রকৃত শিক্ষা। তিনি বলেন, এবারের খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ:) মাজারে ওরশ শরীফ উপলক্ষে প্রথম দিনে ৫ হাজার, দ্বিতীয় দিনে ১০ হাজার এবং আজকের সমাপনী দিনে ২০ হাজার সহ ৩৫ হাজার ভক্তদের তবারুক বিতরণ করেছি। এটাই স্রষ্টার শ্রেষ্ঠ সম্মানের অংশ। এষ্টেটে কমিটির সমন্বয়কারী আলহাজ্ব ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খতিব মোহাম্মদ আনিসুজ্জামান।