‘খাদ্যে ভেজাল প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

0
114

ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকার। ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে গণমানুষের চিকিৎসা ব্যয় কমিয়ে আনা, পণ্যদ্রব্যের ন্যায্যমূল্য এবং গুণগত মান নিশ্চিতে সকলের জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠা সর্বোপরি সুস্থ সবল জাতি গড়তে হবে। সচেতন, সংগঠিত ও সহযোগিতা প্রবন ভোক্তা শ্রেণি গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন শ্রীমতি মালা ব্যানার্জী। ‘নিরাপদ মানসম্মত পণ্য’ প্রতিপাদ্যে অদ্য ১৫ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)’র উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত ও ফেডারেশন অব কনজিউমার এসোসিয়েশন, পশ্চিমবঙ্গের সভাপতি শ্রীমতি মালা বানার্জী উপরোক্ত বক্তব্য রাখেন। সিআরবি’র মহাসচিব নকশাবিদ কেজিএম সবুজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূকম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র ও নারী নেত্রী রেখা আলম চৌধুরী, ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন, আলহাজ্ব সোলায়মান বাদশা, চট্টগ্রাম মহানগর সিআরবি’র সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ কামাল উদ্দীন, এম এ জলিল, ফেরদৌস আলী, প্রকৌশলী শাহিন চৌধুরী, জিয়াউর রহমান, নোমান উল্লাহ বাহার প্রমুখ।
কাজীর দেউরী কাঁচা বাজার প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে তিন জন পেশাজীবীকে তৃতীয় বারের মত বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সিআরবি কনজিউমার এ্যাওয়ার্ড ২০১৯ যথাক্রমে সাংবাদিকতা ও গবেষনায় ‘ইতিহাসের খসড়া’ সম্পাদক মুহাম্মদ শামসুল হক, পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান ও সমাজ সেবায় নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস জান্নাতকে প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রীমতি মালা ব্যানার্জী আরও বলেন, নিরাপদ খাদ্য সবার নাগরিক অধিকার। খাদ্যে ভেজাল প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সুস্থ্য জীবন নিশ্চিতে সুষম খাদ্য উৎপাদন করা প্রয়োজন। এছাড়াও তিনি বাংলাদেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ায় কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র ভূয়সী প্রশংসা করেন।